Dr. Aminul Islam

Published:
2021-01-08 15:44:16 BdST

কনসেন্ট থাকলেও ১৮ এর নিচে ফিজিক্যাল রিলেশন রেপ, জানালেন অধ্যাপক চিকিৎসক


 

অভিযুক্ত দিহান

ডেস্ক 

________________

ঢাকায় গ্রুপ স্টাডির নাম করে ধর্ষণের অভিযোগ সহপাঠী দিহানের বিরুদ্ধে। এ নিয়ে নানামুখী বিতর্ক মিডিয়া ও ইন্টারনেটে। 

এ বিষয়ে সাফ সাফ বক্তব্য রেখেছেন অধ্যাপক ডা অাহমেদ লিংকন। তিনি বলেন,

আপনাদের দুইটা কথা বলি।
কনসেন্ট থাকলেও ১৮ এর নিচে ফিজিক্যাল রিলেশন রেপ।
স্বামী স্ত্রী হলেও, কনসেন্ট না থাকলে সেটা রেপ।
কনসেন্ট থাকার পর সেক্স এর পর মৃত্যু? হোয়াই সো এগ্রেসিভ ম্যান?


মেয়ের পিতামাতার দোষ? চোখে চোখে রাখা কতটুকু সম্ভব? শতভাগ সম্ভব কি? আমার এক ছাত্রীর মা তার মেয়ের সব সময় সাথে সাথে থাকতেন, ইভেন শপিং বা কোন অনুষ্ঠানে গেলেও। কিন্তু সেই মেয়ে ৫ বছর চুটিয়ে প্রেম করেছে, সবাই জানতো, শুধু তার মা বাবা জানতোনা। আপনারা জানেন না, এই দেশে একটা মেয়ের প্যারেন্টসদের কত হিসাব করে চলতে হয়, তারপর ও এসব ঘটে।

বাস্তবে আসেন।
মাস্টার মাইন্ডের ছাত্রীর রেপ আর ডেথ এর সূত্র ধরে যারা এইসব লজিক দিচ্ছেন তারা আসলে রেপকেই সমর্থন দিচ্ছেন, ক্লিয়ার এন্ড লাউড।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়