Dr. Aminul Islam

Published:
2020-12-31 18:18:09 BdST

ভারতে করোনায় মোট আক্রান্তের ৯৬ শতাংশই সুস্থ


 

সংবাদ সংস্থা /ডেস্ক


ভারতবর্ষের কোভিড পরিসংখ্যান যখন স্বস্তির জায়গায় তখনই নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন।বুধবারের থেকে বাড়লেও ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা ২২ হাজারের নীচে। দৈনিক মৃত্যুও গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে মোট আক্রান্তের প্রায় ৯৬ শতাংশই সুস্থ হয়েছেন। চুম্বকে এটাই দেশের করোনা চিত্র।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮২২ জন। এখনও অবধি দেশে মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৬৭৪ জন। মোট আক্রান্তে বিশ্বের প্রথম আমেরিকা। সেখানে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৯৭ লক্ষ। গত এক মাসের বেশি সময় ধরে প্রায় ২ লক্ষ মানুষ সেখানে রোজ আক্রান্ত হচ্ছেন। ভারতের পিছনে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলেও দৈনিক সংক্রমণ আমেরিকার তুলনায় নিয়ন্ত্রণে। সেখানে মোট আক্রান্ত ৭৬ লক্ষ ১৯ হাজার।


করোনাভাইরাস দেশে এখনও অবধি ১ লক্ষ ৪৮ হাজার ৭৩৮ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ২৯৯ জন। দেশে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে (৪৯,৪৬৩)। কর্নাটক এবং তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে তা ১০ হাজার পার করেছে। মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ (৯,৬৮৩), উত্তরপ্রদেশ (৮,৩৫২), অন্ধ্রপ্রদেশও (৭,১০৪)।

এ সবের পাশাপাশি দেশে সুস্থতার হার শুরু থেকেই বেশি। মোট আক্রান্তের মধ্যে প্রায় ৯৮ লক্ষ ৬০ হাজার ২৮০ জন সুস্থ হয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৩৯ জন। এই সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা হয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ জন। দেশে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ২৭ হাজার ২৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার ১.৯৪ শতাংশ।দেশের মোট আক্রান্তের মধ্যে ১৯ লক্ষ ২৮ হাজার মহারাষ্ট্রের। দেশের মোট আক্রান্তের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সেখানে। বাকি সব রাজ্যে মোট আক্রান্ত ১০ লক্ষের নীচে। কর্নাটকে ৯ লক্ষ ১৮ হাজার, অন্ধ্রে ৮ লক্ষ ৮১ হাজার, তামিলনাড়ুতে ৮ লক্ষ ১৭ হাজার। কেরলে ৭ লক্ষ ৫৫ হাজার, দিল্লিতে ৬ লক্ষ ২৪ হাজার। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সাড়ে ৫ লক্ষ ছাড়িয়েছে মোট আক্রান্ত। বাকি রাজ্যগুলিতে ৩ লক্ষের গণ্ডিতে রয়েছে আক্রান্তের সংখ্যা। দিল্লির দৈনিক আক্রান্ত গত ক’দিনে ৫০০-র আশপাশে নেমেছে। মহারাষ্ট্রেও তা কম-বেশি তিন হাজার। কিন্তু কেরলে এখনও দৈনিক আক্রান্ত ৪-৬ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।


পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। এ রাজ্যে মোট আক্রান্ত ৫ লক্ষ ৫০ হাজার ৮৯৩ জন। যদিও এর মধ্যে ৫ লক্ষ ২৮ হাজার মানুষই সুস্থ হয়ে উঠেছেন।

 

সৌজন্য অানন্দবাজার পত্রিকা 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়