Ameen Qudir

Published:
2017-02-01 17:13:17 BdST

জামাইপাগলী ভগিনীদের উদ্দেশ্যে




 

ডা. নাসিমুন নাহার

_____________________________


এই লেখাটা শুধুমাত্র সেই আপ্পিদের জন্য যারা আমাকে দেখলেই(ইনবক্সে) এট্টু জামাইয়ের নামে দু'কথা বলে নাকের জল চোখের জল ফেলে পরিতৃপ্তির ঢেঁকুর তুলেন !

ভগ্নীরা, আমারে কি দেখতে জামাই শোধনাগার বলে মনে হয় !
নাকি মনে কর, আমি বেকুব অন্ধ শ্রোতা ! যা বলবা চোখকান বুঁজে বিশ্বাস করে নেব ?


Honestly speaking, আমার আশেপাশে এমন বেশ কিছু মেয়ে আছে যারা চরম রকম inferiority complex এ ভোগে,
নিজের প্রতি আস্থা এবং ভরসা তাদের এতোই কম যে নিজের যা আছে বা নিজে যা পাচ্ছে কোনভাবেই তাতে সন্তুষ্ট থাকতে পারে না তারা।

 

ফলশ্রুতিতে তারা এই কচি বয়সেই প্রেশার, ডায়বেটিস, ডিপ্রেশন, ইনসমনিয়াসহ আরো বহু গোপন অসুখে আক্রান্ত।যার চিকিৎসা MBBS পাশ চিকিৎসক দ্বারা সম্ভব না।দরকার তাবিজ/কবজ/পানি পড়া/ঝাড়ফুঁক----মোট কথা 'কলিকাতা হারবাল'---- তাদের ভাষ্যমতে !!

 

যদিও একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী তারা কেউ কেউ ডাক্তার/ ইন্জিনিয়ার/শিক্ষক/সরকারি চাকরিজীবি/ মাল্টি ন্যাশনাল কোম্পানির হোমরাচোমরা।

তাদের complex নিজের একমাত্র সবেধন নীলমণি 'হাবি' নিয়ে, খুব খেয়াল কইরা 'স্বামী/হাজবেন্ড' না কিন্তু ।

জামাইকে ভ্যানিটি ব্যাগে লুকিয়ে রাখতে পারতেছে না এইটা নিয়ে জ্বলে পুড়ে ছারখার একদল।বলতে পারতেছে না -- আমার জামাই ক্যান আমার কথায় 24 hrs ওঠ বস করে না ?
আচ্ছা, জামাই কি বান্দর? যে সার্কাস দেখাবে !

আরেকদল জামাই তারে পায়ে অদৃশ্য শিকল বেঁধে দিছে বলে কাঁদছে।অবশ্য over possessive এবং dominated জামাই আসলেই একটা পেইন, কথা সত্য।

অন্য একদল বলতেছে-- আমি তো সুন্দর না।তাই জামাই অন্য মেয়ে দেখলেই ছোঁক ছোঁক করে।ছোঁকছোঁক শব্দের মানে কি , আমি কিন্তু জানি না।অন্য মেয়ের পারফিউমের ঘ্রাণ নেয়া !

আরেকদল বলে আমি এতুউউউ সুন্দরী আর আমার গলায় ঝুলছে একটা টাকলু ভুড়িয়ালা। কিন্তু ভুলেও বলে না যে জামাই কিন্তু মাশা আল্লাহ পয়সায়ালা।পয়সা বানাইতে গিয়া টাক্কু আর ভুড়িও অর্জন করে ফেলছে ।

আচ্ছা, হেই ড্যুড আপ্পিরা তুমরা এমুন ক্যান?
যা পাইছ তাতে হ্যাপি হও না পিলিগ লাগে। আর হ্যাপি হইতে না পারলে নিজের বিবেক বুদ্ধি বিচক্ষণতা দিয়ে পথ খুঁজে নাও।
Your Life
Your Choice

____________________________


লেখক ডা. নাসিমুন নাহার । জনপ্রিয় কলাম লেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়