SAHA ANTAR

Published:
2020-12-18 02:01:42 BdST

যে ১০ টি কাজ করার জন্য বাড়তি বুদ্ধি বা মেধার দরকার নাই



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
____________________

যে ১০ টি কাজ করার জন্য বাড়তি বুদ্ধি বা মেধার দরকার নাই :
১। সময়মত হাজির হওয়া
২। একটি প্রচেষ্টা শুরু করা
৩। উচ্চ শক্তি সম্পন্ন হওয়া
৪। ইতিবাচক দৃষ্টি ভঙ্গী নেয়া
৫। প্যাশনে ট হওয়া
৬। ভাল দেহ ভঙ্গী ব্যবহার
৭। প্রশিক্ষন নিতে আগ্রহী
৮। সামান্য বাড়তি কিছু করা
৯। প্রস্তুতি নেয়া
১০। কর্ম নীতি ধারণ

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়