Dr. Aminul Islam

Published:
2020-12-18 01:36:07 BdST

সঙ্গীত এক অপূর্ব জীবন মাধুরী


 

ডা. শুভাগত চৌধুরী  

__________________________

সঙ্গীতের জয় হোক ।
সঙ্গীত এক অপূর্ব জীবন মাধুরী , উন্মোচিত করে প্রতিভাবান লোকের উদ্ভাবনী ক্ষমতাকে ।
বলেন মহামতি আইনস্টাইন , " সঙ্গীত ছাড়া জীবন আমার কাছে অভাবনীয় । আমার দিবনিদ্রা হয় সঙ্গীতের মাধ্যমে । আমি সঙ্গীতের অবলম্বন নিয়ে বাঁচি । আইনস্টাইনের বিশ্বাস , তিনি পদার্থবিদ না হলে হতেন সঙ্গীতজ্ঞ ।
বলেন " আমার জীবনের যত আনন্দ তা আসে বেহালা থেকে।"
মায়ের উৎসাহে আর প্রভাবে আইনস্টাইন ছোটবেলা থেকে সঙ্গীত অনুরাগী আর হয়ে উঠেন এক নিবেদিত বেহালা শিল্পী । অনেক সময় মগজকে সচকিত করার জন্য তিনি বেহালায় বাজাতেন ক্লাসিক্যাল মিউজিক ।
আমি আমার ছাত্র ছাত্রিদের বলি জীবনে যে কোন পেশায় , ডাক্তারিতে ত বটেই ,উৎকর্ষ অর্জন করতে গেলে সাহিত্য আর সংস্কৃতি , সঙ্গীতে হতে হবে অনুরাগী । এর কোন একটার চর্চা করলে ভাল। তাহলে মনের ভেতরের অনেক প্রচ্ছন্ন ভাবনা । ক্ষমতা দুয়ার খুলে বেরিয়ে আসে ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়