Dr. Aminul Islam

Published:
2020-12-10 00:58:44 BdST

২৬ মার্চ থেকে  ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন : তারপর টয়ট্রেনে দার্জিলিং



ডেস্ক

_____________________

২৬ মার্চ থেকে  ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন : তারপর টয়ট্রেনে দার্জিলিং ;
হ্যাঁ, দার্জিলিং, ঘুম, কার্সিয়াং-এর সঙেগ ঢাকার এই মেলবন্ধন হচ্ছে সত্যিই , এটা স্বপ্ন নয়। 
২০২১ সালের ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি নতুন যাত্রীবাহী ট্রেন চালানো হবে। জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এর আগে ঘটবে এক ঐতিহাসিক ঘটনা আসছে বিজয় দিবসের মহাসমারোহে। আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন বাংলা ভারত দুই দেশের প্রধানমন্ত্রী।

গত ৭ নভেম্বর মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জানানো হয়, উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তীতে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। রেলপথ মন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়