Dr. Aminul Islam

Published:
2020-12-04 02:03:10 BdST

নিষ্পাপ শিশুর পাপবিদ্ধ হবার নিদারুণ করুন কাহিনি


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
_________________________


পড়ছিলাম এক্সপ্রেস ট্রিবুনে একটি লেখা ডা রানা জাওয়াদ আসগরের " Crime of Innocence" :  " বাচবে ত " তিন শব্দের এই উচ্চারন তার হৃদয়ে গভীর হয়ে বাজলো । রাটোডের র কাছে এক ধুলি ধুসরিত গ্রামের ২ বছরের এই শিশুটির মায়াময় মুখের দিকে তিনি তাকিয়ে ছিলেন । তিনি ভাবছেন আর এরকম ১০০০ নিষ্পাপ শিশু যাদের সম্প্রতি এইচ আই ভি শনাক্ত হয়েছে তাদের মাও একই প্রশ্ন করবেন । তাঁর উত্তর " যদি আল্লাহ চান " পাকিস্তানে জন্ম নেয়া এমন শিশুর ৭৫ % দেখবেনা তাদের পঞ্চম জন্ম দিন । পৃথিবীতে শিশুদের মধ্যে বৃহত্তম এমন সংক্রমণ যা মার কাছ থেকে আসেনি , এসেছে অনিরাপদ ইনজেকশন প্র্যাকটিস আর সংক্রমণ নিয়ন্ত্রন প্র্যাকটিসের কারনে ।
সংক্রমণ বিস্তারে এ দুটো উপায় থেকে নিজেদের রক্ষা করা বড় গুরুত্ব পূর্ণ
পৃথিবীর ১২ মিলিওন এইচ আই ভি রোগী চিকিৎসার আওতায় যেতে অসমর্থ ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়