Dr. Aminul Islam

Published:
2020-11-29 02:59:36 BdST

নেতৃত্ব কাকে বলে :তার এক কাহিনী


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
__________________________


নেতৃত্ব কাকে বলে এর এক কাহিনী
আমরা শুনি এক দল নেকড়ের গল্প
ওদের পাল বেঁধে চলার কথা
পথ চলায় সবচেয়ে সামনে ছিল বৃদ্ধ আর রুগ্ন নেকড়েরা
যাতে তাদের মাধ্যমে চলার গতি তা নির্ধারিত হয় আর তারা যাতে পিছে পড়ে না যায় ।
পরের পাঁচটি নেকড়ে ছিল পালের সব চেয়ে শক্তিশালী এরা যাতে কোন আক্রমন হলে বৃদ্ধ আর রুগ্নদের রক্ষা করতে পারে ।
মধ্যে যারা তারা এমনিতে সুরক্ষিত কারন তাদের ঠিক পেছনের পাঁচ নেকড়েও পালের সবচেয়ে উত্তম আর শক্তিশালী
সব শেষের নেকড়ে হল পালের নেতা । সে নিশ্চিত করে পালের কেউ যাতে পড়ে না থাকে । পালকে সে একতাবদ্ধ করে ঠিক পথে রাখে । সে সবদিকে দৌড়াতে পারে পালের সবার সুরক্ষার জন্য । থাকে দেহ রক্ষীর মত।
কেউ যদি ভাবেন নেতা হবেন তাদের জন্য টিপ্স : কেয়ারিং । দলের সবার দেখভাল করা , যত্ন নেয়া , তাদের রক্ষা করা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়