SAHA ANTAR

Published:
2020-11-06 02:25:24 BdST

মৃত্যুদিন পর্যন্ত চক্ষুদান সমিতির অগ্রণী ডা. জুয়েল, তুমি এবার ঘুমাও শান্তিতে





ডা. তারিক রেজা আলী
_________________________

ফারহানা আহমেদ জুয়েল। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমার পাঁচ বছরের জুনিয়র। সন্ধানীর একনিষ্ঠ কর্মী। দীর্ঘ দুবৎসর ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজ পরাজিত হলো। অধ্যাপক মুনা সালিমা জাহানের ইউনিটে কাজ করতো, মিটফোর্ডের গাইনোকলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিল সে। কিছুক্ষণ আগে অধ্যাপক মুনা সালিমা জাহানের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিছুই মাথায় আসছে না। কত স্মৃতি। কত কথা। শেষ দিন পর্যন্ত সে ছিল সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, মিটফোর্ড জোনের সাধারণ সম্পাদক।
আমাকে সে নিজের আপন ভাই এর স্থানে বসিয়েছিল। মাসখানেক আগে শেষ কথা বলেছি। পরে আর কথা বলতে চাইতো না, টেক্সট করতো। শেষবার সে আমাকে বললো, ভাইয়া নিজের খেয়াল রাখবেন। আপনার যেনো কোন কিছু না হয়, করোনা থেকে সাবধানে থাকবেন।
মনোবল অনেক ছিল জুয়েলের। এত দিন ক্যান্সারের সাথে সমানে টক্কর দিয়ে চলেছে সে। সব যুদ্ধেরই শেষ হয়। এখানেও তাই হলো। কিছুক্ষণ আগে দেখে এলাম জুয়েল কে। পরম শান্তিতে ঘুমাচ্ছে সে। অনেক কষ্টের পর এখন শান্তি পেয়েছে সে।
ঘুমাও জুয়েল। পরের এই জীবনে আল্লাহ তোমাকে চিরশান্তিতে রাখুন। আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। এক মুখ হাসি নিয়ে তুমি বলবে, ভাইয়া কেমন আছেন? কত দিন দেখা হয় না। চলেন একটা প্রোগ্রাম করে ফেলি। সন্ধানীর পুরনো সবাইকে ডাকবো সে অনুষ্ঠানে। অপেক্ষায় থাকব আমরা সবাই জুয়েল, তুমি শান্তিতে ঘুমাও।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়