Dr. Aminul Islam

Published:
2020-11-03 23:20:51 BdST

ফ্রান্সে বিপরীত লিঙ্গের ডাক্তারের চিকিৎসায় অস্বীকার করলে ৫ মাস জেল ও ৭৫০০০ইউরো জরিমানা


 

ডেস্ক
_____________________

চিকিৎসা সেকটরে কড়া আইন জারি করছে ফ্রান্সের সরকার। পার্লামেন্টে ডিসেম্বরে এই বিল আনা হবে। বিল অনুসারে , কোনো পুরুষ যদি চিকিৎসকের কাছে যান এবং বলেন নারী ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করাবেন না, তা হলে পাঁচ মাসের জেল ও ৭৫ হাজার ইউরো জরিমানা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে নারীদের ক্ষেত্রেও।নারীরা পুরুষ ডাক্তারের চিকিৎসা নিতে বাধ্য। অবাধ্যে শাস্তি।

কোনো সরকারি কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করলে বা কোনো শিক্ষকের কাছে পড়তে না চাইলেও শাস্তি হবে।

এদিকে বিলটি আনা হবে ডিসেম্বরে। ১৯০৫ সালে রাষ্ট্র থেকে চার্চকে আলাদা করতে আইন আনা হয়েছিল। সেই আইনকেই সংশোধন করে নতুন ব্যবস্থাগুলো ঢোকানো হবে।

বিলটির প্রস্তাবিত ব্যবস্থার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট নিজেই।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়