ডাক্তার প্রতিদিন

Published:
2020-09-01 16:57:38 BdST

হাতুড়ে চেনার কৌশল: ডাক্তার দর্শনের পূর্বে যা যা চেক করবেন


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
__________________________


হাতুড়ে চেনার কৌশল: ডাক্তার দর্শনের পূর্বে যা যা চেক করবেন
ডিগ্রি , ডিপ্লোমা , বি এম ডি সি রেজিস্ট্রেশান নাম্বার কম্পু টারে ক্লিক যদি বি এম ডি সি ওয়েব সাইট নাম পাবেন ।
পিল পুশার কিনা
এরকম একটি রহস্য জ্বর ভারতে হয়েছিল যা দেশে আতঙ্ক সৃষ্টি করে , পরে দেখা গেল এটি ঘটেছে হাতুড়েদের দ্বারা , এরা ১২ গ্রেড পরা নিজেদের এলো পাথিক ডাক্তার দাবি করা লোক । অনেক সময় জ্ঞান ছাড়া ওষুধ দিলে ক্ষতি যেমন ডেঙ্গু জ্বরে ব্যথা বেদনায় এস্পিরিন দেয়া প্রান নাশি এটি রক্ত ক্ষরণ করে
এরা কোনও ল্যাব টেস্ট করেনা বা অন্য পরীক্ষা করেনা সয়াসরি ওষুধ দিয়ে দেয় ।
ডাক্তারকে প্রশ্ন করুন সন্তোষজনক উত্তর না দিলে সন্দেহ করুন
আপনাকে টেস্টিমোনিয়াল দেখায় বার বার।
২.
হাতুড়ে ডাক্তারের কবলে পড়লেও এড়াবার কৌশল
যারা হাতুড়ে তারা বাক্য বাগিশ মানুষের দুর্বল স্থানে আঘাতে সিদ্ধ হস্ত। তারা যা বিক্রি করে এর গুন গত মান খারাপ কিন্তু তারা দর্শনার্থীকে পটাতে পটু ।
হাতুড়েরা কদাচিত ভিনদেশি । এরা অনেক সময় বৈজ্ঞানিক রেফারেন্স দেবে বা বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার করবে যা ভুল ।
এমন কোনও লোক যদি বলে সব রোগ হয় পুষ্টির অভাবে আর সাপ্লিমে নট খেলে সব ভালও হবে এদের বিশ্বাস করবেন না
অনেক অতীতে অনেক রোগী ভালও করারা ইতিহাস বা টেঁস টি মনিয়াল বিস্বাস করবেন না
ভুল বা ছদ্ম মেডিক্যাল শব্দাবলী ব্যবহার সম্বন্ধে সতর্ক থাকবেন
সরকার বা বৈজ্ঞানিক চিকিৎসা বা রেজিসটা রড ডাক্তারদের কুৎসা বা এদের দোষ দেওয়া হলে সতর্ক হবেন ।
গুপ্ত নিরাময় বলে কিছু নাই
হারবাল নিরাময় সম্বন্ধে সতর্ক থাকবেন
সর্ব রোগ হর এমন দাওয়াই দিলে বা এর কথা বললে সতর্ক থাকবেন
আপনার ভাবনার উপর বা বুদ্ধির উপর আবেদন করলে সতর্ক হবেন ।
বৈজ্ঞানিক চিকিৎসায় এখনও ভাল হলনা এমন হতাশা র সুযোগ তারা নিতে পারে । সব সময় বৈজ্ঞানিক চিকিৎসার উপর নির্ভর করবেন ।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়