SAHA ANTOR

Published:
2020-08-20 23:29:12 BdST

করোনা রহস্য হল আরও ঘনীভূত


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য-সাহিত্যের পথিকৃৎ
________________________

এন্টিবডিকে প্রতিরোধ করতে বর্ম বস্ত্র পরে অজানা সাজে রয়েছে করোনা ।

যা জানা ছিল নভেল করোনার গায়ের স্পাইক বা কাঁটা গুলো সংক্রমণের মুলে কিন্তু ব্যপার কি অন্যরকম । কাঁটা রহস্য হয়ে উঠছে জটিল । সংক্রমিত হলে মানব দেহে যে এন্টিবডি তৈরি হয় এরা প্রথম ধাক্কায় শেষ করে স্পাইক প্রোটিন কে । কিন্তু জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইন্স টি টুটের বায় ফিজিক্স বিভাগের বিজ্ঞানীরা বলছেন অন্য কথা । এন্টিবডি কে প্রতিহত করতে বর্ম বস্ত্র পরে রয়েছে ভাইরাস ।তাই স্পাইক প্রোটিনের ধারে কাছেও ঘেঁষতে পারেনা এন্টিবডি । গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে নাম করা বিজ্ঞান পত্রিকা সায়েন্সে ।

ভাইরাসটির উপরিভাগে স্পাইক প্রোটিন কে ঘিরে রেখেছে সুরক্ষা বর্ম শর্করা অনু গ্লাইকান । কাঁটার মত দেখতে প্রোটিন তির মাথাটি গোলা কার । নিচে খুব নমনীয় দণ্ড বা স্ট্যান্ড । এতি করতে পারে অনেক নড়া চড়া । সংক্রমিত কোষকে স্ক্যান করে ফেলে । গায়ে চাপিয়ে ফেলে গ্লাইকান বর্ম ।


ভাইরাসের এই চরিত্র প্রতিষেধক তৈরিতে অবদান রাখবে ।
ভ্যাকসিন যা আবিষ্কৃত হচ্ছে নিশ্চয় টা হবে কার্যকর , ভাইরাস চরিত্র বুঝে হবে নিদান বা প্রতিষেধক ।
বিশ্বে ৩০ টি টীকা উদ্যোগ চলছে । ইতিমধ্যে মৃত্যু ৮ লক্ষ ছাড়াল , আক্রান্ত ২ কোটির বেশি

হুর মতে ভাইরাসের অগ্রাধিকারে থাখবেন ফ্রন্ট লাইনের করোনা যোদ্ধারা আর ৬৫ ঊর্ধ্ব মানুষ ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়