DR. AKM NOOR

Published:
2020-06-17 14:37:00 BdST

করোনার ছোবল: এই অবুঝ শিশুর কান্না এখন কে থামাবে! কে বোঝাবে , তার বাবা নেই! 



ডেস্ক
_____________________


প্রতিটি দিনই এখন চিকিৎসক সমাজের জন্য নিত্য নতুন শোক সংবাদ বয়ে আনছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮ তম ব্যাচের ডা. মো. নূরুল হক তাঁর কর্মস্থল চট্রগ্রাম মেট্রোপলিটন হসপিটাল আইসিইউতে মঙ্গলবার দিবাগত রাত ১২-৩০ টায় মারা গেলেন ।করোনার শিকার হয়ে ডাক্তার রেখে গেল শোকার্ত অসহায় পরিবার। রেখে গেলেন অবুঝ শিশু সন্তানকে। এই অবুঝ শিশুর কান্না এখন কে থামাবে। কে বোঝাবে , তার বাবা নেই!
একেএম নূর জানান ,
মাত্রই অবুঝ শিশুটি পিতৃহারা হলো ।
আমাদের জন্য এমন কি আর ! দু’দিনের শোক আর শোকবাণী শেষে সব মুছে যাওয়া, ভুলে যাওয়া । কিন্ত শিশুটির চিরদিনের হাহাকার ।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮ তম ব্যাচের ডা. মো. নূরুল হক তাঁর কর্মস্থল চট্রগ্রাম মেট্রোপলিটন হসপিটাল আইসিইউতে অদ্য ১৭ জুন বুধবার রাত ১২-৩০ টায় মারা গেলেন ।

চমেকে আমার এক ব্যাচ জুনিয়র হওয়ায় মেইন হোস্টেল আর ক্যাম্পাসে কয়েক বছর কাছ থেকে দেখা । নম্র ও বিনয়ী, একটু লাজুকও বটে, সাথে সার্বক্ষনিক মিস্টি হাসি । বড়ো ভালো লোক ছিলো ।

মানুষের জীবন নিয়ে ভয়ানক করোনার ছিনিমিনি খেলার কি শেষ নেই ! ছোটভাইটির শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেবার লোক পাওয়া গেলেও, জলেভাসা পরিবারের পাশে দাঁড়াবার লোক পাওয়া যাবে কি ?

____________________________________

INFORMATION 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়