ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-23 15:43:14 BdST

"আমি কখনও দেশী ডাক্তার দেখাই না" : লন্ডন ফেরত স্মার্ট রুগী



ডাঃ জোবায়ের আহমেদ

_____________________

তখন ২০১৮ এর জুলাই মাস।
আমার চেম্বারে এক রুগী আসলেন।
সাথে একজন ভদ্রমহিলা।

ভদ্রমহিলা চেয়ারে বসেই বললেন,আমার ভাই লন্ডন থেকে আসছে।
আমি বললাম আচ্ছা।

এর মধ্যে মহিলা আবার বললেন,আমার ভাই লন্ডন থেকে আসছে।ওরা তো এই দেশে ডাক্তার দেখায় না।
আমি বললাম,আচ্ছা।

উনি থাকেন লন্ডনে,দেশে ডাক্তার দেখাবেন কি করে।
তো আপনি কোথায় থাকেন?
বলে আমি তো বাড়িতে থাকি।
আমি তখন বললাম,আপনি কি লন্ডনে গিয়ে ডাক্তার দেখান?

মহিলা আবার বললো,আমি দেশেই দেখাই।
আমার ভাই লন্ডন ছাড়া ডাক্তার দেখায় না।

আমার মাথায় আর মহিলার মুখে শুধু লন্ডন এর ক্যাসেট বাঁজতেছে।

তারপর ভদ্রলোক এর দিকে তাকালাম।।

জিজ্ঞাসা করলাম আপনার প্রব্লেম কি?

ভদ্রলোক বোন এর মুখে এতবার লন্ডনে থাকেন শুনে
ভেতরে একটা গরম ভাব অনুভব করলেন।

তারপর বললেন, আমি লন্ডন থেকে এসেছি।

আমি বললাম তা ইতিমধ্যে ১০ বার শুনে ফেলছি।
এখন আপনার প্রব্লেম কি।

কি সমস্যার জন্য লন্ডনের ডাক্তার রেখে আমাকে দেখাতে আসলেন?

ভদ্রলোকের চোখে মুখে স্মার্টনেস ফুটে উঠলো।
তারপর বললেন
..............................................................
"ডক্টর আমার ইউরিন এর সাথে পেশাব যায়।"
...............................................................

আমি হা করে তাকিয়ে আছি ভদ্রলোকের মুখপানে।
ভদ্রলোক তার স্মার্টনেস ধরে আমার দিকে তাকিয়ে আছেন।

ডাঃ জোবায়ের আহমেদ।।
সিওমেক ৪২
সেশন ২০০৩-০৪

______________

 

AD..

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়