ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-19 20:12:36 BdST

কোথায় এপিডেমিওলজিস্ট !


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
_________________________________

কোথায় এপিডেমিওলজিস্ট !
প্রশ্ন বিশ্ব জুড়ে । বিস্ময়ের ব্যপার প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছিনা তাদের যারা প্রাদুর্ভাব আর বিশ্ব মারী বিষয়ে প্রশিক্ষিত আর এরা দেশের নীতি নির্ধারকদের এই বিপদ থেকে উদ্ধারের পথ বাতলে দেয়ার কথা । আমেরিকাতেও শীর্ষ স্থানীয় পরামর্শকরা সংক্রামক রোগ বিশেষজ্ঞ । এরা ফিল্ড এপিডেমিওলজিসট নন যারা প্রাদুর্ভাব আর বিশ্ব মারী বিশেষজ্ঞ আর এরা এর ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ । আমাদের দেশে এপিডেমিওলোজিস ট থাকলেও হাতে গোনা । আর আমাদের স্বাস্থ্য পরিকল্পনা আর ব্যবস্থাপনা যারা করেন এরা রোগের চিকিৎসা নিয়ে এতো ব্যস্ত যে রোগ প্রতিরোধ আর এপিডেমিওলজি র মত বিষয় ধর্তব্যের মধ্যে নেই । গবেষণাও অগ্রাধিকারে নেই । দেশে আমার জানা মতে আছেন প্রফেসর মাহমুদুর রহমান , প্রফেসর মামুন আর প্রফেসর আবু সায়িদ এদের এসব বিষয়ে অনেক গবেষণা পত্র আছে । এই সংকটে এরা কেউ নিজে এসে পরামর্শ দিতে চাইবেনা তাই এদের খুজে বের করে কাজে লাগাতে হয় । আরও বিশেষজ্ঞ থাকতে পারেন এদের মূলধারার পরামর্শে রাখলে ভাল আমাদের একটি বিশাল কমিটি আছে এর মধ্যে এরা আছেন কিনা জানিনা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়