ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-16 15:47:24 BdST

মন ভাল নেই



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের শুভচিন্তক ও পরামর্শক


_______________________

করোনা যোদ্ধা মইনুদ্দিন চলে গেলেন না ফেরার দেশে । মানুষের জীবন বাঁচানোর ব্রত ছিল তাঁর আর তার জীবন বাচল না । তাঁর চিকিৎসা য় কোন গাফিলতি বা অবহেলা হয়েছিল কিনা জানিনা ।
সিলেটে তিনি ভ্যানটিলেটার সাপোর্ট পেলেন না । পেলেন না সরকারি এ্যাম্বুলেন্স । নিজস্ব ব্যবস্থায় এ্যাম্বুলেন্স সংগ্রহ করে এলেন ঢাকায় । এরপর ক্রমে তিনি চিকিৎসা পেলেন আর শেষে মৃত্যু বরন করলেন । সিলেটের মত শহরে যেখানে আছে মেডিক্যাল কলেজ সেখানে সঠিক আই সি ইউ সাপোর্ট পেলেন না তাহলে অন্যত্র কি অবস্থা ।

তাঁর মৃত্যুর খবর জেনেছি স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন থেকে , কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানি অনেক ডাক্তার সাস্থ্য কর্মী নার্স করোনা আক্রান্ত আর অনেক হাসপাতালের ওয়ার্ড লক ডা উ ন হচ্ছে এসব খবর সংবাদ সম্মেলনে কনফার্ম করা হয়নি । তথ্য সঠিক জানলে ভাল হত। সীমিত সংখ্যক টেস্টের ভিত্তিতে করোনা সঙ্ক্রমন । এতে মৃত্যু আর কয় জন ভাল হলেন কয়জন সঙ্গ নিরোধ এই পরিসংখ্যান খুব প্রয়োজনীয় নয়য় আরও জানলে ভাল হত / এতদিন পরও দেশ ব্যাপি করোনার ব্যপ্তি জানা গেলনা আর একটি দু:সংবাদ।
আনন্দমহন কলেজের চিকিৎসা কেন্দ্রের তরুন চিকিৎসক জ্যোতি জয়ন্ত চক্রবর্তী মৃত্যু বরণ করেছেন ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়