Ameen Qudir

Published:
2020-04-12 17:56:35 BdST

বমি, মাথা ব্যথা , উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে আল্লামা আহমদ শফী হাসপাতালে ভর্তি



সংবাদদাতা
______________________

হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী বমি, মাথা ব্যথা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ।হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার  ১১ এপ্রিল  বিকাল সাড়ে ৫টার দিকে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।
প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়