Ameen Qudir
Published:2020-04-12 01:04:18 BdST
রিয়েল লাইফ হিরো ডাক্তারদের বিরুদ্ধে আর অভিযোগের রিপোর্ট করবেন না ফারজানা রূপা
ফাইল ছবি
ডা. আতিকুজ্জামান ফিলিপ
_______________________
আজকের একাত্তর জার্নালটি ছিলো আশা জাগানিয়া। অন্তঃত আমি ব্যাক্তিগতভাবে টানেলের শেষ মাথায় কিছুটা হলেও আলো দেখতে পাচ্ছি।
বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিকরা বিশেষ করে এই একাত্তর জার্নালেই মিথিলা ফারজানাদের মতো নিউজপ্রেজেন্টেররা এতোদিন চিকিৎসকদের বিরুদ্ধে ক্রমাগত ও ঢালাওভাবে যেমন করে বিদ্বেষ ছড়িয়ে এসেছে ১১ এপ্রিল তার ব্যাতিক্রম হয়েছে।
১১ এপ্রিল একাত্তর টেলিভিশনে প্রচারিত একাত্তর জার্নাল অনুষ্ঠানে ফারজানা রূপা করোনা যুদ্ধে ফ্রন্ট লাইন যোদ্ধা চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিষ্ট সহ সকল স্বাস্থ্য কর্মীদের সম্মান জানিয়ে সহমর্মিতা জানান।
তিনি বলেন, আজ যারা সেই সকল হাসপাতালে নার্স ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, ঘরে ঘরে তাদের পরিবার বাবা মা সন্তানরা উদ্বেগ উৎকন্ঠের জায়গাটা নিশ্চয়ই আমাদের ছুঁয়ে যাওয়া উচিত।
কেবল মাত্র অর্থ উপার্জন নয়, মানব সেবাও নিশ্চয়ই সেখানে একটি বড় অংশ থাকে।
অনুষ্ঠানের শেষে তিনি এসব কথা বলেন।
নিজের অভিজ্ঞতা বলার সময়, যারা রিয়েল লাইফ হিরো তাদের নিয়ে আর অভিযোগ অনুযোগের প্রতিবেদন করবেন না বলেও তিনি প্রতিজ্ঞা করেন।
ফারজানা রূপা বলেন, ‘আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি, আমি যখন ঢাকার বিভিন্ন হাসপাতাল যারা করোনা ভাইরাস আক্রান্তের রোগ শনাক্ত করবার জন্য ল্যাবে পরীক্ষা করছেন, চিকিৎসা দিয়েছেন তাদের কাছে গিয়েছি তখন আমি বলেছি সারাজীবন ডাক্তারদের চিকিৎসা নিয়ে যত অভিযোগ অনুযোগের যত প্রতিবেদন করেছি, সেটি হয়ত আর কখনই করবো না।
কেবল মাত্র অর্থ উপার্জন নয়, মানব সেবাও নিশ্চয়ই সেখানে একটি বড় অংশ থাকে।
ফারজানা রুপার কথায়
মনে হয়েছে তারা বাস্তবতা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন। অন্তঃত আজকের একাত্তর জার্নালের সঞ্চালক ফারজানা রুপার কথায় আমার তেমনি মনে হয়েছে।
ফারজানা রুপাকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। তিনি আজ বলেছেন সারাজীবন চিকিৎসকদের বিরুদ্ধে যত অভিযোগ করেছেন তাতে তিনি অনুতপ্ত, চিকিৎসকদের বিরুদ্ধে আর অযৌক্তিক অভিযোগ করবেন না।
আপনাকে ধন্যবাদ ফারজানা রুপা।
আমি এক স্ট্যাটাসে লিখেছিলাম আপনারা যদি উৎসাহ আর ভালোবাসা নিয়ে আমাদের দিকে এক কদম এগিয়ে আসেন আমরা দ্বিগুন ভালোবাসা দিয়ে আপনাদের দিকে দশ কদম এগিয়ে যাবো।
আমরা মনোবল অটুট রেখে যুদ্ধজয়ে অবিরত শক্তি পাবো।
আপনারা উৎসাহ দেন, ভালোবাসা দেন,অনুপ্রেরণা দেন। কথা দিচ্ছি, আমরা কথা রাখবো।
ধন্যবাদ জানাচ্ছি ছোটভাই ডা. মুক্তাদিরকে।
পর্যাপ্ত সময় পাওয়াতে চিকিৎসকদের এই যুদ্ধে চলমান সমস্যাগুলোর বেশকিছু ও তুলে ধরতে পেরেছে।
সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি মাঠের প্রকৃত খবর তুলে আনতে চান তাহলে ঢাকাসহ দেশের প্রত্যন্তাঞ্চলে যেসব সম্মুখযোদ্ধারা সরাসরি কাজ করছে তাদেরকে এই ধরনের প্রোগ্রামে সরাসরি সংযুক্ত করুন।
যেসব সিনিয়র চিকিৎসক বা চিকিৎসকনেতারা বিভিন্নকারনে মাঠের প্রকৃত অবস্থা তুলে ধরতে বিব্রতবোধ করেন তাদেরকে এই ধরনের অনুষ্ঠানে সংযুক্ত করলে মাঠের প্রকৃত চিত্র পাবেন না।
যেসব প্রোগ্রামে খবরের চেয়ে তাত্ত্বিক আলোচনাই অগ্রগণ্য সেসব প্রোগ্রামে সিনিয়র চিকিৎসক বা চিকিৎসকনেতাদের সংযুক্ত করুন। তাতে করোনা সম্পর্কে দেশবাসী ফ্রিতে কিছুটা জ্ঞান পাবে।
মাঠের যেসব চিকিৎসকরা সংযুক্ত হবেন তাদের কাছে অনুরোধ থাকবে সর্বপ্রকার ভয়ভীতি উপেক্ষা করে মাঠের প্রকৃত চিত্র তুলে ধরবেন।
কারন এই যুদ্ধ বাঁচামরার যুদ্ধ।
এই যুদ্ধে সত্যকে লুকানো যাবে না, সত্যকে লুকালে পরিণতি হবে ভয়াবহ।
সত্য তুলে ধরলে অবশ্যই উপরমহলের টনক নড়বে। অবশ্যই দেশের প্রধানমন্ত্রীও পরিস্থিতি বিবেচনায় আপনার বলা সত্য তথ্যগুলো আমলে নিবেন এবং সেই অনুযায়ী তিনি সর্বাধিনায়ক হিসেবে নতুন করে এই যুদ্ধজয়ের পরিকল্পনা সাজাতে পারবেন।
একাত্তরে বঙ্গবন্ধুর সর্বাধিনায়কত্বে যেমন করে আমরা মুক্তিযুদ্ধ জয় করেছিলাম তেমনি করে এবারো শেখ হাসিনার সর্বাধিনায়কত্বে এই করোনা যুদ্ধ জয় করতে চাই।
জয় আমাদের হবেই ইনশাল্লাহ্।
ঘরে থাকুন, দূর থেকে পাশে থাকুন।
______________________
ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur
আপনার মতামত দিন: