Ameen Qudir

Published:
2020-03-29 01:14:34 BdST

 নির্ভুল করোনা কিট : শতভাগ সুফল পাওয়ার সাফল্য দেখালেন মিনাল


ডেস্ক
_______________________

প্রথমবারের মতো উপমহাদেশে তৈরি কোনো করোনা কিট শতভাগ নির্ভুল ফল পাওয়ার সাফল্য দেখিয়েছেন মিনাল। তার সাফল্য দেখাচ্ছে নতুন আলো। তিনি একজন ভাইরোলজিস্ট, ভাইরাস নিয়ে কাজ তাঁর। এ নিয়ে প্রকৌশলী
নিমাই সরকার তার
আশার আলো : মিনাল ভোঁসলে : লেখায় জানান,

প্রথমবারের মতো সম্পূর্ণ ভারতে তৈরি কোনো কিট শতভাগ নির্ভুল ফল পাওয়ার সাফল্য দেখিয়েছেন। এই সাফল্য এসেছে একজন নারী বিজ্ঞানীর হাত ধরে। তাঁর নাম মিনাল দাখেভে ভোঁসলে। তিনি মহারাষ্ট্রের পুনের মাইল্যাব ডিসকোভারির গবেষণা ও উন্নয়ন প্রধান। তিনি একজন ভাইরোলজিস্ট, ভাইরাস নিয়ে কাজ তাঁর।
কিটটি তৈরী করে যাবতীয় আনুষ্ঠানিকতার পর তিনি হাসপাতালে যান। সেখানে অস্ত্রোপচারে সন্ধ্যায় তাঁর কন্যাসন্তান হয়। আর এর পরেই যে কিটের জন্য এতটা পরিশ্রম করেছেন, সেটিও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৌঁছে গেছে। তা দিয়ে করোনাভাইরাসের পরীক্ষাও শুরু হয়েছে।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়