Ameen Qudir

Published:
2020-03-12 16:07:58 BdST

১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশসহ সব রাষ্ট্রের ভিসা স্থগিত করেছে ভারত



ডেস্ক
_________________

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সব রাষ্ট্রের নাগরিকদের ভিসা ১৫ এপ্রিল২০২০ পর্যন্ত স্থগিত করেছে ভারত কেন্দ্র সরকার।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।
তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দিল্লি।

একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে সরকার।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন।
এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। কেবল ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।
এই সময়ে যদি কোনো বিদেশি নাগরিককে ’বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়