Ameen Qudir
Published:2020-03-11 19:13:00 BdST
করোনা চ্যালেঞ্জ: ডাক্তার , নার্স স্বাস্থ্যকর্মী , রোগী , সহকর্মী আর দর্শনার্থীদের নিরাপদ রাখুন
অধ্যাপক শুভাগত চৌধুরী
বাংলাদেশের চিকিৎসাসাহিত্যের পথিকৃৎ
______________________
কভিড ১৯ প্রস্তুতি পর্ব এখন মুল কথা
ডাক্তার , নার্স স্বাস্থ্য কর্মী , রোগী , সহকর্মী আর দর্শনার্থীদের নিরাপদ রাখা ।
কভিড ১৯ করোনা ভাইরাস সারা পৃথিবীতে প্রধান সংবাদ । বিশ্ব জুড়ে হাসপাতাল গুলোতে চলছে প্রস্তুতি পর্ব , আমাদের দেশ ও এর ব্যতিক্রম নয় ।
১। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আর জীবাণু নাশক প্রক্রিয়ার জন্য সি ডি সির পরামর্শ মত সংক্রমণ প্রতিরোধ প্রোটোকল এর কঠোর বাস্তবায়ন ২। প্রধান প্রধান ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম যেমন মাস্কস , গাউন , চোখ সুরক্ষা এগুলোর যথেষ্ট সরবরাহ নিশ্চিত করা ।
৩। পরিচর্যাকারীদের সুরক্ষা । ডাক্তার , নার্স , টেক নিশিয়ান্স , গাড়ির ড্রাইভার , পরিবেশ রক্ষার সদস্য ,খাদ্য ও পুষ্টি বিভাগের স্টাফ এদের সুরক্ষা , সংক্রমণ প্রতিরোধের অতিরিক্ত প্রশিক্ষণ দান যাতে সেবা দানকারীদের সুরক্ষা করে জনগনের চিকিৎসা করা যায় ।
_______________
অধ্যাপক শুভাগত চৌধুরী ।
আপনার মতামত দিন: