Ameen Qudir

Published:
2020-03-09 16:51:49 BdST

"করোনা ভাইরাস আল্লাহর সৈনিক" : বললেন আল্লামা আজহারী ও ইব্রাহীম! নাউজুবিল্লাহ !


ডা. দেলোয়ার হোসেন দিলু
_____________________


করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ সরকার যখন সর্বাত্মক প্রতিরোধ ও সতর্কতা প্রস্তুতি নিচ্ছে; তখন করোনা ভাইরাসকে আল্লাহর সৈনিক বলে ভয়ঙ্কর বিপজ্জনক সব প্রচার প্রপাগান্ডা চালাচ্ছেন মহাজনপ্রিয় ওয়াজী কেরাম আল্লামা মিজানুর রহমান আজহারী ও
আল্লামা মুফতি কাজী ইব্রাহীম । আমি এ বিষয়ে কয়েকজন ইসলাম বিশেষজ্ঞর কাছে গেলাম। তারা এক বাক্যে বললেন, নাউজুবিল্লাহ। অসতাফিরুল্লাহ। এটা খুবই আপত্তিকর ওয়াজ। এরা ইসলামের খেদমতগার নন। বরং সস্তা জনপ্রিয়তা ও মুর্খ লোকজনকে ভয়ঙ্কর বিপদে ঠেলে দেয়ার জন্য জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একাজ করছেন। আল্লাহ তাদের ক্ষমা করুন। তাদের এলেম হোক।

এখানে মিজানুর রহমান আজহারীর ভিডিও ওয়াজের লিঙ্ক দেয়া হল : https://www.facebook.com/110435080373147/videos/326103315016492/?t=1


##############

 

 মুফতি কাজী ইব্রাহীম" বলেন,

করোনা ভাইরাসের ইন্টারভিউর বরাতে বলেন, করোনা বলছে: আমরা ২৩ শে অক্টবর পৃথিবীতে এসেছি এবং চিনে এসেছি ।
চিনে যখন তিনজন সৈন্য মিলে আয়শা নামে একজন মেয়েকে ধর্ষণ করেছে এবং সে নিহত হয় চীন সৈন্যরা আয়শার ঠোঁট সিলায় করে দেয় যেন সে চিৎকার করতে না পারে । তখন আল্লাহ তায়ালা ( আমাদেরকে ) করোনা ভাইরাসকে বললো যাও তোমরা এদের আক্রমণ করো । এরপর আমরা আসলাম এবং ওই সৈন্যদের খতম করলাম আরো দুজন পাহারাদার ছিল তাদের খতম করলাম, তারপর যে ডাক্তার চিকিৎসা দিতে চাইলো তাকে খতম করলাম ।

মুফতি ইব্রাহিমের ওয়াজের লিঙ্ক https://www.facebook.com/1960083360967536/videos/2608493369388522/?t=68

 

 

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়