Ameen Qudir

Published:
2020-03-04 22:14:02 BdST

উহানে সশরীরে গিয়ে করোনা রোগীদের সেবার আবেদন বাংলাদেশী নারী ডাক্তারের


 

 

ডাক্তার প্রতিদিন বিশেষ রিপোর্ট
___________________________

মানবতার মহান নজির স্থাপন করলেন বাংলাদেশের এক মহান চিকিৎসক ডা. সাইয়েদা জেরিন ইমাম। চীনের যে উহানে আজ লাখো করোনা ভাইরাস রোগীর আর্তনাদ ও কান্না , যেখানে অব্যাহত মৃত্যুর কাফেলা ; সেই মৃত্যু ও আতঙ্কপুরী উহানে ডা. সাইয়েদা জেরিন ইমাম সশরীরে গিয়ে আর্ত রোগীদের সেবা করতে চান।

বাংলাদেশস্থ চীনা দূতাবাস অবনত শিরে সশ্রদ্ধ সম্মান জানিয়েছেন এই মহান মানবতাসেবী চিকিৎসককে; তার মানবতার ডাকের আহবানের জন্য। বিশ্ব মানবতার জন্য সকল ভয় , আতঙ্ক তুচ্ছ করে চীনা উহানের জনগনের পাশে দাঁড়ানোর জন্য। মহান চিকিৎসক ডা. সাইয়েদা জেরিন ইমাম নিজে চীন থেকেই চিকিৎসা বিদ্যা অধ্যয়ন করে এসেছেন।
Embassy of the People's Republic of China in Bangladesh ৩ মার্চ এক মানবিক বার্তায় এসব তথ্য জানিয়ে জানান,

A letter from Zerin

A special guest came into the Chinese Embassy in Dhaka.

Miss Syeda Zerin Imam, a beautiful Bangladeshi girl, came to the Embassy and solemnly handed a letter of petition to the Embassy staff. "I am a medical doctor of Shandong University studying in China and this is my petition. Please help me to go to Wuhan to be a volunteer and help people in need," said the girl resolutely.
এখানে চীনা দূতাবাসের বরাতে চিঠিও দেয়া হল।

মূল সংবাদটির সূত্র এখানে-----https://www.facebook.com/106507707486335/posts/148432929960479/
 

এ নিয়ে বাংলাদেশের মানবতাবাদীরা অকুন্ঠ সমর্থন জানান ডা. জেরিনকে।
বিশিষ্ট জন সুমন রায় লেখেন, মানুষ আছে রবীন্দ্রনাথ, সুভাষ, লালন, নজরুল,জীবনানন্দর বাংলায়। মানবতা মরে নাই। জেরিন আপনি দেবীপ্রতীম। নারীই পারে মানবতাকে রক্ষা করতে। নারীই পারে আর্তজনের জীবন দিতে। ডা. জেরিন , আপনি তা প্রমাণ করলেন। আপনাকে প্রনাম দেবী।

বিশিষ্টজন
সৈয়দ আমিনুল হক কায়সার লেখেন বাংলাদেশে মানবদরদী সন্তান এখনো আছে । যে নিজে বিপদের মধ্যে থেকেও অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়াতে দ্বিধা করেন না।
জেরিন ইমামের জন্য নিরন্তর শুভকামনা।

সাফিউস সালেকিন সাহান লেখেন ,


সাইয়েদা জেরিন ইমাম একজন বাংলাদেশি ছাত্রি যিনি চীনের শ্যাংদং এ চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া করছেন।
তিনি চীনা দূতাবাসে যেয়ে একটা চিঠি জমা দিয়েছেন যেখানে তিনি বলেছেন আমি শ্যাংদং এ চিকিৎসা শাস্ত্রে পড়ছি। আমাকে উহানে পাঠানোর ব্যবস্থা করুন। আমি আমার জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে সেবা করতে চাই।

ওই লেখার নীচে অত্যন্ত সুন্দর সব মন্তব্য আছে, একজন বাংলাদেশি চিকিৎসা শাস্ত্রের ছাত্র উহানে যাবার আবেদন করেছেন।
আহ!
শুভেচ্ছা বাংলাদেশ গরু ছাগলে ভর্তি হয়ে গেলেও এখনও এমন মানবদরদী সন্তান তোমার কাছে আছে।

সাইদুল তানভী লেখেন,
শত স্যালুট তার জন্য।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়