Ameen Qudir

Published:
2020-03-02 17:21:31 BdST

করোনা ভাইরাস মৌলিক জানার বিষয়গুলো জেনে নিন


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের সব্যসাচী
____________________

করোনা ভাইরাস মৌলিক জানার বিষয়
ভয়ানক এই নতুন করোনা ভাইরাস এখন বিশ্ব জুড়ে । চীন সহ আক্রান্ত দেশ ৬৪। মোট মৃত্যু ২৯০০ আর মোট আক্রান্ত ৮৭০০০।
চীনে মোট মৃত্যু ২৮৭০। চীনে মোট আক্রান্ত ৭৯৮২৪। চীনে সংক্রমণ আবার বাড়ল , নতুন আক্রমনের দিক দিয়ে চীনকে ছাড়িয়ে দক্ষিণ কোরিয়া । রোগের গতি প্রকৃতি বোঝা ভার , । নতুন আক্রান্ত দেশ আরমেনিয়া আর ডোমিনিকান রিপাব্লিক ।
গত বছর ডিসেম্বরে প্রথম সনাক্ত হয় চীনের কেন্দ্রীয় নগর উহানে ।
বিশাল ভাইরাস পরিবারের সদস্য করোনা , অসুখ ঘটায় মানুষ আর পশুতে ।
মানুষের মধ্যে ঘটায় সাধারন শ্বাস যন্ত্রের সংক্রমণ থেকে শুরু করে আর গুরুতর মিডল ইস্ট রেস্পিরে ট রি সিনড্রোম (এম ই আর এস ) এবং সিভিয়ার একু ট রেস্পি রেটারি সিনড্রোম (সা র স ) নতুন ভাইরাস শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় COVID 19
উপসর্গ হল জ্বর ক্লান্তি শুকনো কাশি । উপসর্গ মৃদু আর বাড়ে ক্রমে ক্রমে । । ৮০ শতাংশ আক্রমণ মৃদু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা ) ১৪ শতাংশ রোগীর হতে পারে নিউমোনিয়া আর তীব্র শ্বাস কষ্ট । ৫ শতাংশের আক্রমন গুরুতর , শ্বাস ক্রিয়া বিকল , সেপ টিক শক আর নানা দেহাঙ্গ বিকল হয়ে যায় ।
গুরতর কি সংক্রমণ ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন ২ শতাংশ হতে পারে মারাত্মক । বেশি ঝুকি বয়স্কদের আর যাদের আছে ডায়ে বে টি স , হৃদ রোগ আর উচ্চ রক্ত চাপ।
এটি কি সঙ্ক্রামক ? হা , এটি মানুষ থেকে মানুষে ছড়ায় ।
কীভাবে ছড়ায় ?
সংক্রমিত ব্যক্তি হাচি দিলে কাশলে তা থেকে নিঃসরিত শ্বাস যন্ত্রীয় ড্রপ লেট (বিন্দুকনা) সংক্রমিত করে অন্য সুস্থ লোককে । সক্রমিত লোক যা যা স্পর্শ করে সে গুলো ছুঁলেও সঙ্ক্রমন হতে পারে ।
কত সময় থাকে এই ভাইরাস সজীব
স্পষ্ট নয় । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন এটি অন্য ভাইরাসের মত আচরন করতে পারে । হয়ত কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন ।
কুকুর বা বিড়াল থেকে নতুন করোনা মানুষের মধ্যে আসার সম্ভাবনা নেই ।
কিভাবে হবে এর চিকিৎসা
এর জন্য এনটিভাইরাল ওষুধ বের হয়নি । চেষ্টা চলছে উদ্ভাবনের । টিকা বা ওষুধ এখনো নেই ।উপসর্গের উপশম আর সাপোর্টিভ কেয়ার এখন ভরসা ।
বাদুর কি এর প্রাণীজ উৎস?
এর উৎস এখনও স্পষ্ট নয় ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়