Ameen Qudir

Published:
2020-03-02 16:48:45 BdST

যা স্থূলতার কারণ, তাইই আরো বেশি হলে টাইপ টু ডায়বেটিসেরও কারণ


ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়  
______________________

যা স্থূলতা বা ওবেসিটির কারণ, তাইই আরো বেশি হলে টাইপ টু ডায়বেটিস এরো কারণ, হাইপারটেনশন এবং হাইপারইউরিসিমিয়া ও পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজেরো কারণ। আজ্ঞে হ্যাঁ,এই সব অসুখই অশিব পুষ্পের বিনি সুতোর মালা, নানা ফুলের মালা, যার নাম লে ফ্ল্যর দু মাল / দি ফ্লাওয়ার্স অফ ইভিল।Les fleurs du mal. ( নামটি বিখ্যাত ফরাসি কবি শার্ল বোদলের এর বিখ্যাত কাব্যগ্রন্থের) । যেটি উল্লেখ্য যে এর নিবারণ ও নবীকরণ সম্ভব, সম্ভব ট্রিটমেন্ট এবং রিভার্সাল।
সঠিক খাদ্যগ্রহণ পদ্ধতি তে এই অশিব পুষ্পমালা থেকে মুক্তিলাভ সম্ভব।
বহু মানুষ আজ ভালো আছেন, দিব্য আছেন। নিয়ম মানতে পারলে রোগমুক্তির হার প্রায় শত শতাংশ।
বিশ্বাস করুন। অবিশ্বাস্য হলেও দিবালোকের মতো, নতুন বছরের মতো সত্যি।
এক উন্নত জীবনযাত্রা ও জীবনযাপন এর হাতছানি।
মানুষ যদি কেমোথেরাপি সহ্য করে আরোগ্যলাভ করতে পারে, ঠিকমত খাদ্যাভ্যাস অনুসরণ করে বহু ঘাতক অসুখের হাত হতে মুক্তিলাভ করতে পারে অবশ্যই। এমন সাক্ষী যে শতাধিক, প্রায় সহস্রাভিমুখী।
__________________

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
সুলেখক । কবি।
Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়