Ameen Qudir

Published:
2020-02-25 09:11:20 BdST

মালয়েশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন ডা. ওয়ান আজিজা ! যিনিও চিকিৎসক


  ওয়ান আজিজা হলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। এবং পরের প্রধানমন্ত্রী।
ডেস্ক
_____________________

ডা. ওয়ান আজিজা ওয়ান ইসমাইল মালয়েশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন! বর্তমানে তিনি উপপ্রধানমন্ত্রী; দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিমের স্ত্রী। মালয়েশিয়ার রাজনীতির অন্দর মহল থেকে মিডিয়ায় আসছে এসব খবর । তিনিও পেশায় চিকিৎসক। রয়াল কলেজ অব সার্জন অব আয়ারল্যান্ড থেকে তিনি চিকিৎসা বিদ্যায় ডিগ্রি নেন। প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ সোমবার পদত্যাগ করার পর তাকে প্রধানমন্ত্রী করার বিষয় আলোচনায় উঠে এসেছে। বিরোধী দলগুলোকে নিয়ে পর্দার আড়ালে একটি সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে পদত্যাগ করেন মাহাথির। মালয় মেইল জানিয়েছে , অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ড. ওয়ান আজিজা ওয়ান ইসমাইলকে মনোনীত করেছেন ড. মাহাথির। ক্ষমতাসীন পাকাতান হারাপান প্রশাসন থেকে মাহাথিরের নিজের দল পার্তি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া (বারসাতু) সরে যাওয়ার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই সূত্রটি জানিয়েছে। উল্লেখ্য, ড. আজিজা মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী। পিকেআর দলের প্রেসিডেন্ট এখন আনোয়ার ইব্রাহিম। তার ঘনিষ্ঠ একটি সূত্রের কাছে জানতে চাওয়া হয়, ড. মাহাথিরের পদে আজিজাকে বসানো হবে কিনা।
আজিজার পরিচয়
Wan Azizah was born in 1952 in Singapore. She has a Peranakan Chinese grandfather and was raised Malay Muslim.

She received her early education in St. Nicholas Convent School, Alor Setar and continued her education at Tunku Kurshiah College in Seremban. She went on to study medicine at the Royal College of Surgeons in Ireland where she was awarded a gold medal in obstetrics and gynaecology and she later graduated as a qualified ophthalmologist.

Wan Azizah served as a government doctor for 14 years before deciding to focus on volunteering work, when her husband, Anwar Ibrahim was appointed the Deputy Prime Minister of Malaysia in 1993. As part of her voluntary pursuits, she became a patron of MAKNA (Majlis Kanser Nasional or National Cancer Council) in that period ] and became the second woman to lead a political party in Malaysia's history (Ganga Nayar founded and became the first president of the Malaysian Workers' Party in 1978 .

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়