Ameen Qudir

Published:
2020-02-23 05:35:26 BdST

জয়সূর্য এখন ভয়ঙ্কর ধরণের হাঁটুর চোটে বিব্রত: এক ডাক্তারের কষ্ট অর্ঘ্য



ডা. প্রীতম মন্ডল
ব্যাসার্ধ নামের বই লিখে
সবার নয়নমনি
___________________

শ্রদ্ধার সাথে গ্যালন গ্যালন খারাপ লাগা মিশে গেলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় , এই ছবিটা দেখার পর ঠিক সেই অনুভূতি। ব্যাট হাতে বিশ্বের বহু তাবড় তাবড় বোলারের চোয়াল ফাটিয়ে একটার পর একটা সেঞ্চুরি করে গেছেন একসময় ইনি। ওই ছোট্ট একটা বিন্দুর মত দেশকে শুধু বাঁ হাতের জোরেই সারা পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছেন হেলায়। যখন সারা বিশ্ব শচীন তেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি বছর হওয়া নিয়ে উত্তাল, দীর্ঘ সময় ধরে বোলারদের ঘাম শুষে নিয়ে প্রায় কুড়ি হাজার রান করা এই ওপেনার নিঃশব্দে নিজের কুড়ি বছর পূরণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, কেউ সাড়া করেনি একটুও। ছোট্ট চেহারার এই ধানী লঙ্কার ভিতর ছাতি ফাটানো আগুন ছিল লাভার মত, তীব্র....। খুব খারাপ লাগে ১৯৯৬ বিশ্বকাপ জয়ের সূর্যকে এভাবে ক্রাচ নিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখলে। এনাকে ব্যাটিং করতে দেখলে একসময় ভয়ে বুক কাঁপত, আজকে কাঁপছে শ্রদ্ধায় আর খারাপ লাগায়। জয়সূর্য এখন ভয়ঙ্কর ধরণের হাঁটুর চোটে বিব্রত। ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না একেবারে। হাঁটু প্রতিস্থাপন ছাড়া উপায় নেই কোন। খুব শিগগিরই মেলবোর্নে অপারেশন হবে হাঁটুর। আশা রাখি শ্রীলঙ্কান ঘোড়া, মিস্টার সনৎ জয়সূর্যকে আবার মাঠে দেখতে পাব, খেলোয়াড় হিসেবে না হলেও, অন্য ভূমিকায়। তাড়াতাড়ি সেরে উঠুন স্যার

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়