Ameen Qudir

Published:
2020-02-22 06:07:29 BdST

ভাষা আন্দোলনের শহীদরা



রামকৃষ্ণ ভট্টচার্য সান্যাল
_____________________

ভাষা আন্দোলনের শহীদরা

১৯৫২ র ২১ শে ফেব্রুয়ারী, ঢাকা ।

আব্দুল জব্বার , রফিক উদ্দিন, আব্দুস সালাম, আবুল বরকত আর অহিউল্লাহ নামের একজন ৮/৯ বছরের কিশোর।

১৯ শে মে- ১৯৬১ , শিলচর ।“কমলা ভট্টাচার্য, কুমুদ দাস, শচীন পাল, সুনীল সরকার, কানাইলাল নিয়োগী, সুকমল পুরকায়স্থ, চণ্ডীচরণ সূত্রধর, তরণী দেবনাথ, বীরেন্দ্র সূত্রধর, হীতেশ বিশ্বাস এবং সত্যেন্দ্র দেব।”

কমলা ভট্টাচার্য হলেন বিশ্বের প্রথম- নারী ভাষা শহীদ -

সমৃদ্ধ প্রাচীন ও আধুনিক সাহিত্যের পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের রয়েছে সুদীর্ঘ ভাষা সংগ্রামের ইতিহাস।

মাতৃভাষায় শিক্ষার দাবীতে বরাক উপত্যকায় ১৯৯৬ সনের ১৬ মার্চ পুলিশের গুলিতে শহীদ হোন বিশ্বের দ্বিতীয় নারী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহ।

সবাইকে ভাষা দিবসের প্রাক্কালে লাখো সালাম

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়