Ameen Qudir

Published:
2020-02-21 06:12:00 BdST

‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ নম্বরপ্লেট লেখা বাইক চালক আটক: অত:পর যা ঘটল


ডেস্ক
________________________

‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ নম্বরপ্লেট লিখে মটর সাইকেল চালানো চালক অবশেষে ধরা পড়লেন আরেক সার্জেন্টের কাছে।
দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই মোটরসাইকেলের নম্বরপ্লেট, যাতে লেখা ‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’। ট্রলিং থেকে বুদ্ধিবৃত্তিক সমালোচনাও হয়েছে কম নয়। পুলিশেরও নজরে আসে বিষয়টি। তারপর থেকেই মোটরসাইকেলটির সন্ধানে নামে ঢাকা নগর ট্রাফিক পুলিশও গোয়েন্দারা।১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল তাকে আটক করেন।
জানা যায়, আবির নামে ওই ব্যক্তি চাকরি করেন। আবিরে র দাবি, ইমরান তার একজন খুব ভালো বন্ধু। তিনি (ইমরান) তাকে মোটরসাইকেল কেনা থেকে শুরু করে তা চালানো পর্যন্ত শিখিয়েছেন। তাই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা থেকেই তিনি নম্বরপ্লেটটি লাগিয়েছেন।

সার্জেন্ট জুয়েলের কাছে আবির নম্বরপ্লেটে ওই বিচিত্র কথা লেখার জন্য দু:খ প্রকাশ করেন। ওই মেনপ্লেট আর ব্যবহার না করার শপথ নেন। সার্জেন্ট জুয়েল জানান, তার বিরুদ্ধে মামলা দেয়া হয়নি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়