Ameen Qudir

Published:
2020-02-21 05:48:01 BdST

কাঠ লোহার ঠোকাঠুকি শিখেই পুরো দস্তুর ডেন্টিস্ট মুহাম্মদ হেলাল


ডেস্ক
____________________


বাংলাদেশের মুহাম্মদ হেলাল উদ্দিন বিশ্বের সর্বধরণের চিকিৎসা বিদ্যাকে টেক্কা দিয়েছে। কাঠ লোহার কাজের ঠোকাঠুকি অভিজ্ঞা কাজে লাগিয়ে হয়ে গেছে পুরো দস্তুর ডেন্টিস্ট। দাঁতের ডাক্তার।শিক্ষাগত যোগ্যতা বলতে কাঠ-লোহার কাজের এক বছরের কারিগরী প্রশিক্ষণ, তার বদৌলতে দাঁতের ডাক্তার!চিকিৎসা কেন্দ্র খুলে চিকিৎসা করে চলছিল এই কাঠঠোকাঠুকি দন্ত-চিকিৎসক। তার নাম ডেন্টিস্ট মুহাম্মদ হেলাল উদ্দিন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, গত কয়েক বছর ধরে হাটহাজারীর কাটিরহাট এলাকায় চেম্বার এবং চিকিৎসা কেন্দ্র খুলে দাঁতের চিকিৎসা করছিলেন মুহাম্মদ হেলাল উদ্দিন নামের এক যুবক। সন্দেহবশত ১৭ ফেব্রুয়ারি সকালে তার চিকিৎসা কেন্দ্র জননী ডেন্টাল কেয়ারে গেলে চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজই দেখাতে পারেননি । শেষ পর্যন্ত বের করে দেয় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের একটি সনদ পত্র।

নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রথমেই হেলাল উদ্দিনকে জিজ্ঞেস করা হয়েছিলো তিনি চিকিৎসক কি না। জবাবে তিনি দাবি করেন তিনি প্রকৃত চিকিৎসক। এমনকি বিএমডিসি সনদ নিয়েই তিনি চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি তার। কিন্তু শেষ পর্যন্ত বিএমডিসি’র সনদ পত্র দেখতে চাইলে তিনি তার ফাইল থেকে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদী সনদ পত্র বের করে দেন। কারিগরী সনদ দিয়ে চিকিৎসা চালানো যায় কি না জানতে চাইলে কথিত চিকিৎসক হেলাল উদ্দিন কোনো জবাব দিতে পারেনি।

প্রতারণার অভিযোগে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত জননী ডেন্টাল কেয়ার বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও রুহুল আমিন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়