Ameen Qudir

Published:
2020-02-09 06:57:59 BdST

ফর্সা হওয়ার বিজ্ঞাপন দিলে ৫ বছরের জেল, ৫০ লাখ টাকা জরিমানা



ডেস্ক
রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে দিল্লীর কেন্দ্রীয় সরকার। এসব বিজ্ঞাপন বন্ধে একটি খসড়া বিলের প্রস্তাব করেছে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

খসড়া বিলে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনের জন্য ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব বিজ্ঞাপন বন্ধে (আপত্তিজনক বিজ্ঞাপন আইন, ১৯৫৪) একটি খসড়া বিলের প্রস্তাব করেছে। এসব ক্রিমের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অথচ আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে মানুষ প্রতারিত হচ্ছেন।

উল্লেখ্য, ভারতের বর্তমান আইনে এসব বিজ্ঞাপনের জন্য জরিমানাসহ ৬ মাসের জেল অথবা যেকোনো একটি শাস্তির বিধান রয়েছে। তবে, খসড়া বিল অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা কিংবা দুই বছরের কারাদণ্ড অথবা দুটিরই বিধান রাখা হয়েছে।

একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ হবে ৫০ লাখ টাকা এবং পাঁচ বছরের জেলের বিধানও রাখা হয়েছে খসড়া বিলে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়