Ameen Qudir

Published:
2020-01-07 23:34:48 BdST

"বারবার বিরক্ত করার জন্য দুঃখিত" :দুঃখিত কি বেশি বেশি বলা হচ্ছে ?


প্রতিকী মডেল ছবি

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সাহিত্যের পথিকৃৎ
______________________________

বারবার বিরক্ত করার জন্য দুঃখিত । দুঃখিত কি বেশি বেশি বলা হচ্ছে ?

অনর্থক ক্ষমা চাচ্ছি , নিজেকে ছোট করছি , আর যা প্রকাশ করতে চাই তা আর হল না ।

বিশেষ দিনে দুঃখিত বলার আগে অনেক ভাববেন । অবশ্য দুঃখিত বলার যথেষ্ট কারন আছে যেমন কারো উপর হোঁচট খেয়ে পড়লেন বা শিডিউল করা সাক্ষাৎ করতে পারলেন না ,

অনেক সময় তা অতি বিনয়
যেমন একটি সম্মেলন চারজন আমন্ত্রিত প্যানেলি স্ট, এরা প্রত্যেকেই বিষয়ে নামকরা বিশেষজ্ঞ , শতেক বেশি প্রবন্ধ লিখেছেন , ১২ টা বই লিখেছেন । একজন বললেন , এমই বুঝতে পারিনা এই আলোচনায় আমি এমন কি যোগ করব , আরেকজন বললেন অহ আম্মার মনে হয় এরা ই মেল পাঠিয়েছে ন ভুল লোকের কাছে , তৃতীয় আর চতুর্থও তাই করলেন ।

কমুনিকেট করার ধরণ হয়ে উঠেছে ক্ষমা চেয়ে শুরু করা
পিৎসা ডেলিভারি দিতে এসেছে সে লোককে বলছেন দু:খিত কারণ সেই ছেলে দেরীতে এনেছে পিযযা ,। বলছে আমরা নতুন জায়গায় এসেছি খুজে পেতে কষ্ট হয়েছে না কি দুঃখিত !

বাক্য থেকে দুঃখিত শব্দটা বাদ দেয়া যায় আর তবু লোকে অবিবেচক বলবেনা
হোঁচট খেয়ে পড়েছেন বরং বলুন ঃ"আগে চলুন" "আপনার পরে "
পার ডন মি " । মিটিং এ আপনাদের বাধা দেয়ার জন্য দুখিত না বলে
বলতে পারেন , "কেমন হয়" " আমার একটি ধারনা" " আমি যোগ করতে চাই " " আমরা কেন এটি চেষ্টা করে দেখিনা ?
ব্যাপার হল নিজেকে ছোট না করে ও বিনীত থাকা ।

অনেক পরিস্থিতিতে আমাদের দুখিত বলতে হচ্ছে বরং না হই বলি দুটো জাদু শব্দ " আপনাকে ধন্যবাদ "
মনোবিজ্ঞানী ক্যানাডার একজন অধ্যাপক বলছিলেন আমরা একটি রেস্তরায় এসেছি একটি মিটিং করব , চারজন এসেছি , পঞ্চম জন আসছে না , তিনি ভাবছেন তার দেরি হচ্ছে কি বলবে সে । সে এসে বলল ধন্যবাদ অপেক্ষা করার জন্য । কি সুন্দর । সবাই বলল স্বাগত এস এস । সব ভাল চলল ।

সরি থেকে থ্যাঙ্ক ইউ অনেক কার্যকর । বন্ধুর সঙ্গে আছেন আপনার মনে হচ্ছে সব কথা নিজেই বলছেন । দুখিত না বলে বলুন , শোনার জন্য ধন্যবাদ । ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য ।

আমাদের কমুনি কেশন থেকে সরি বাদ না দিয়ে বরং যারা অতি মাত্রায় সরি বলেন তাদেরকে বিরত করতে পারেন ।পরিবার আর বন্ধুদের দিয়ে শুরু করুন ।
অনর্থক একজন বললেন "সরি" জিজ্ঞাসা করুন কি জন্য বললেন ? তিনি বলতে পারেন " জানিনা ত "

 


______________________

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়