Ameen Qudir

Published:
2019-11-24 20:43:05 BdST

বাংলাদেশী ডাক্তারের সেবায় মুগ্ধ সাংবাদিক লিখলেন, 'সাক্ষাৎ ফে‌রেস্তা ম‌নে হ‌লো উনা‌কে'


ডা. হাসান শাহ‌রিয়ার ক‌ল্লোল;ছবি ফেসবুক থেকে সংগ্রহ করা । সৌজন্যে ডা. কল্লোল

ডেস্ক
________________

ঢাকার শীর্ষ দৈনিক দি ইনডিপেন্ডেন্ট , সমকাল , কালের কন্ঠ সহ বিভিন্ন পত্রিকায় কাজ করা সিনিয়র সাংবাদিক রাকিব বসুনিয়া।
তিনি অন্তর্জালে লিখে জানালেন ডাক্তারদের প্রতি তার কৃতজ্ঞতা।
সচরাচর মিডিয়াকর্মীদের তীরতীব্র বক্তব্য যেমন হয়, তার অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত।
তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেয়ে খোলামেলাই ফেসবুক স্টাটাসে জানিয়েছেন, "অনু‌রোধ করার পর ডাক্তার সা‌হেব আসলেন শুধুই আমাকে দেখার জন্য! আ‌মি‌তো অবাক! প‌রিচয় হওয়ার পর উ‌নি যা যা করলেন তা‌তে আমার একজন সাক্ষাৎ ফে‌রেস্তা ম‌নে হ‌লো উনা‌কে। আমি উনার ব্যবহা‌রেই অ‌র্ধেক সুস্থ হ‌য়ে গেলাম। "

এখানে রাকিব বসুনিয়ার লেখা কোনরকম সম্পাদনা ছাড়াই ডাক্তার প্রতিদিনের পাঠকদের জন্য প্রকাশ করা হল।
____________
রাকিব বসুনিয়া :
তীব্র ব্যথ‌ায় ভুগ‌ছি গত বুধবার থে‌কে। ডাক্তার দেখালাম ওষুধও খেলাম অ‌নেক কিন্তু কাজ হ‌চ্ছিল না। টেনশন হ‌চ্ছিল। এরকম অবস্থায় ফেসবু‌কে একটা স্ট্যাটাস দিলাম। অ‌নে‌কে দোয়া করল, কেউ কেউ ফোন করলে গতানুগ‌তিক কিছু কথা হ‌লো। কেউ কেউ অাবার লাভ রি‌য়েক্ট দিল! অামার পেই‌ন অথচ কেন ওটা করল বোধগম্য হ‌লো না।
অামার স্ট্যাটাস দে‌খে আমা‌দের কা‌লের ক‌ন্ঠ'র প্রিয় ক‌লিগ আতাউর রহমান কাবুল ভাই ক‌মেন্ট কর‌লেন যে কোন ডাক্তা‌রের হেল্প লাগ‌বে কি না? এরপর সরাস‌রি আমা‌কে ফোন দিলেন খোঁজ নি‌তে। য‌দিও কাব‌ুল ভাই‌য়ের কথা অামার প্রথ‌মই ম‌নে প‌ড়ে‌ছিল বাট ব‌লি নাই। কারণ এ ভদ্র‌লোককে মানুষ এত বে‌শি বিরক্ত ক‌রে যে তার হিসাব নাই। ‌কিন্তু তা‌কে কখ‌নো বিরক্ত হ‌তে দে‌খি‌নি।তারপরও অা‌মি ফোন দেইনি। কাবুল ভাই সোহরাওয়ার্দী হাসপাতা‌লের (বর্তম‌ানে পো‌স্টিং হ‌য়ে‌ছে নারায়ণ গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে) সার্জা‌রির ডা. হাসান শাহ‌রিয়ার ক‌ল্লোল সা‌হে‌বের নাম্বার দি‌য়ে বলল, এখনই যোগা‌যোগ ক‌রেন, আমার কথা ব‌লেন।
আ‌মি ডাক্তার সা‌হেব‌কে চি‌নি না, তবুও ফোন দিলাম এবং বললাম কাবুল ভাই অাপনার স‌ঙ্গে যোগা‌যোগ কর‌তে ব‌লে‌ছেন। উ‌নি বললেন, অাজ‌কে তো অামার‌ মিরপুর ডেল্টায় চেম্বার নাই, অাজ‌কে অাছি বনানী চেম্বারে। ওনা‌কে বললাম অামার সমস্যাটা একটু বে‌শি। উ‌নি বললেন, আচ্ছা, ও‌য়েট ক‌রেন তাহ‌লে। অাপনার জন্যই আস‌বো ওখা‌নে।
অনু‌রোধ করার পর ডাক্তার সা‌হেব আসলেন শুধুই আমাকে দেখার জন্য! আ‌মি‌তো অবাক! প‌রিচয় হওয়ার পর উ‌নি যা যা করলেন তা‌তে আমার একজন সাক্ষাৎ ফে‌রেস্তা ম‌নে হ‌লো উনা‌কে। আমি উনার ব্যবহা‌রেই অ‌র্ধেক সুস্থ হ‌য়ে গেলাম। ভাবলাম, কাবুল ভাই এ কোন ফে‌রেস্তার নিকট পাঠা‌লেন!!
ঢাকায় ক‌য়েক যুগে অ‌নেক ডাক্তা‌রের স‌ঙ্গে প‌রিচয় হ‌য়ে‌ছে কিন্তু এ রকম‌টি কখ‌নো হয়‌নি। উ‌নি অামা‌কে অ‌নেকক্ষণ সময় দিলেন। পরীক্ষা‌ নি‌রিক্ষার পর উনার আশ্বাস পে‌য়ে অামার টেনশনও কে‌টে গেল।
সব‌চে‌য়ে অবাক ব্যপার হ‌লো, কাবুল ভাই পা‌ঠি‌য়ে‌ছেন ব‌লে আর উ‌নি নি‌জেও মি‌ডিয়ার স‌ঙ্গে যুক্ত ব‌লে আমার কা‌ছে কোন ভি‌জিট নি‌বেন না!
উ‌নি টি‌ভি‌তে খবর প‌ড়েন। অথচ অামরা প্রায়ই ডাক্তার‌দের সম্প‌র্কে অ‌নেক আ‌জে বা‌জে কথা ব‌লি। ধারণাটা অামা‌দের আস‌লেই ভুল। উনারা আস‌লে শুধু টাকাই চে‌নেন তা নয়, সুন্দর মনও আ‌ছে তা‌দের। ক‌ল্লোল সা‌হেব‌দের ম‌তো দে‌শে এখ‌নো অ‌নেকভা‌লো ডাক্তার অা‌ছেন। তারা স‌ত্যিই আমা‌দের দে‌শের গর্ব। উ‌নি অামার জন্য এত কিছু করার পরও প্রাপ্য ভি‌জি‌ট‌টি পর্যন্ত উনা‌কে দি‌তে পা‌রি নাই।
রাব্বুল অালা‌মি‌নের কা‌ছে লাখ কো‌টি শুকরিয়া কাবুল ভাই‌য়ের ম‌তো ভাই আ‌ছে আমার ও ক‌ল্লোল সা‌হে‌বের ম‌তো ডাক্তা‌রের স‌ঙ্গে প‌রিচয় হতে পে‌রে‌ছি ব‌লে। হে অাল্লাহ্ তু‌মি এই দুইজন‌ মানুষ‌কে ভা‌লো রে‌খো। অামার ম‌তো বিপ‌দের সময় তা‌দের দ্বারা যেন অ‌নেক মানুষ উপকৃত হ‌তে পা‌রে।
__________

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়