Ameen Qudir

Published:
2019-11-21 21:56:28 BdST

'কাকের মত কালো কুচকুচে বাচ্চা হয়েছে সুয়োরানীর'


 

ডা সুরেশ তুলসান

_________________________

এক্কেরেই ছোট গল্প।
" গুজব "
----------------
এক দেশে ছিল এক রাজা, তার ছিলো দুই রাণী।
সুয়োরানী আর দুয়োরাণী।

সুয়োরানী খুবই সুন্দরী, শান্তশিষ্ট, গুণবতী এবং লক্ষী।

অন্যদিকে দুয়োরাণী কুৎসিত, কদাকার, দুষ্ট প্রকৃতির এবং ষড়যন্ত্রকারী।
দিনরাত সুয়োরাণীর নামে মিথ্যা অভিযোগ করে করে রাজার কান ভারি করাই ওর কাজ।

সুয়োরানীর বাচ্চা হবে। রাজ্যে সাজ সাজ রব। বাচ্চা হওয়ার পথ দেখা গেল বাচ্চার গায়ের রঙ রাজা এবং সুয়োরাণীর মত ততটা ফর্সা হয়নি।

সবাই বলাবলি করা শুরু করলো " রাজার বাচ্চাটা রাজার মত অতটা ফর্সা হয়নি "।

এককান দুইকানে এটা পরিবর্তন হয়ে হল, রাজার বাচ্চাটা শ্যামবর্ণ হয়েছে।

পরে দুয়োরাণীর প্ররোচনায় সবাই বলতে লাগলো রাজার একটা কালো বাচ্চা হয়েছে।

পরে আরও পরিবর্তন হয়ে সবাই বলাবলি করতে লাগলো রাজার কালো কুচকুচে এবং অতপর কাকের মত কালো কুচকুচে বাচ্চা হয়েছে।

শেষমেশ গুজবের শেষ ধাপে এসে এমনটা হলো যে রানী একটা কালো কাকের বাচ্চা জন্ম দিয়েছেন।

বিষয়টি একপর্যায়ে এসে থামলেও হয়তো হতো কিন্তু,
এই খবরটাই যখন ভিনরাজ্যে পৌছাল তখন সবাই জানলো অমুক দেশের সুয়োরানী আঁতুড়ঘরে শুয়ে আছে আর তার পেট থেকে একটার পর একটা কালো রঙের কাক বের হয়ে উড়ে উড়ে যাচ্ছে।

শিক্ষা -

গুজবে কান দিবেন না।
আপন বুদ্ধিতে চলুন।

ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়