Ameen Qudir

Published:
2019-11-16 15:14:14 BdST

গুলতেকিন ডাক্তার হতে চেয়েছিলেন:  ডাক্তারি পড়া হয় নি যে কারণে, দেখুন ভিডিওডেস্ক
___________________
বরাবরই অসম্ভব মেধাবী ছিলেন গুলতেকিন খান। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ-এর নাতনী তিনি। তার ইচ্ছে ও স্বপ্ন ছিল ডাক্তার হবেন। চিকিৎসা বিদ্যা পড়বেন। সে প্রস্তুতিও ছিল। কিন্তু কিশোরী বয়েসে দুর্বার প্রেমের টানে বিয়ে কথাশিল্পী হুমায়ূন আহমেদকে। তার পর ওলটপালট সবকিছু। হঠাৎ মা হওয়া। এক নয়, তিনটে সন্তানের মা হওয়া অল্প বয়েসে। জীবনের নানামুখী চ্যালেঞ্জ। যে বয়সটা শিক্ষার ; সে বয়েসে তিনি নিয়েছেন কঠিন কঠোর জীবনের বাস্তবতার শিক্ষা।


চিকিৎসক হওয়ার ইচ্ছা থাকলেও সাবেক স্বামী হুমায়ূন আহমেদের ডাকে ইংল্যান্ড যাওয়ায় তা আর হয়নি, পরে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, হয়েছেন ইংরাজির শিক্ষক। কবি , নিজ গুণে সেলিব্রেটি। হয়েছেন সর্বস্ব ত্যাগী স্ত্রী, মা ।

তারপরও জীবনের অঙ্ক কি তার মিলেছিল! সম্প্রতি ঢাবি ইংরাজি বিভাগের পুনর্মিলনীতে এসে জানালেন গুলতেকিন খান।
ভিডিওতে দেখুন তার আত্মকথার অংশ। ভিডিও বিডিনিউজের সৌজন্যে ।

https://www.youtube.com/watch?v=SdOF87fjOzc&feature=share&fbclid=IwAR0qpnSxM3XxRfhREoIvVkx6TiBmzTgDqwoBDUEa5Y-gfAZUKYVym6q6lgs

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়