Ameen Qudir

Published:
2019-10-14 23:37:15 BdST

"স্যার, আমার এই একই গান বার বার শোনাটা কি রোগ?"


প্রতিকী ছবি।

ডা.সাঈদ এনাম
সাইকিয়াট্রিস্ট

_____________________________

কেইস হিস্ট্রি -১

একরাতে দুশ্চিন্তায় মগ্ন ছিলাম। রাত যত গভীর হচ্ছিলো দুশ্চিন্তাও বাড়ছিলো। হঠাৎ গভীর রাতের সুনশান নীরবতা ভেঙে দূর থেকে ভেসে আসলো এক প্যাঁচার ডাক।

তখনই আমার মনে হলো দুশ্চিন্তার সাথে সেই প্যাঁচার ডাকের নিশ্চিত একটা সম্পর্ক আছে বা তাৎক্ষণিক হয়ে গেছে। নাহলে কেনো এমন সময়ে প্যাঁচা ডাকবে?

তারপর থেকে প্যাঁচার ডাক শুনলেই মন আমার অস্থির হয়ে উঠে। ভয়ে হাত পা শুকিয়ে যায়। কখনো কখনো প্যাঁচা না ডাকলেও কানে প্যাঁচার ডাক বাজতে থাকে অবিরাম। সেই ডাকের সাথে দুশ্চিন্তাও গুলো একে একে ভেসে উঠে মনে।

সেই ঘটনার পর থেকে ভয়ে আর রাতে ঘুম হয়না। দুশ্চিন্তা আর সেই সাথে প্যাঁচার ডাক। যদি ঘুম আসেও তবে দেহ ঘুমায় মনটা থাকে জেগে।

কেইস হিস্ট্রি -২

স্যার, আমার মনের ভিতর সারাক্ষণ গান বাজে। সারাক্ষণ তাই গান শুনি, এবং একই গান বার বার। একটা গান, সবাই তাই হাসাহাসি করে। তাই হেড ফোনে শুনি।

কিন্তু ঐ বিশেষ গান শুনলে আমার মন ভালো হয়ে যায়। শান্তি পাই। টেনশনে থাকলে শুনি, না থাকলেও শুনি। বার বার শুনি।

গানটি না শুনলে মনটা আনচান করে। সব কিছুতে কেম৷ স্থবিরতা ভাব থাকে, পাল পিটিশন হয়। এটা কাটাতে গান শুনি বার বার শুনি।

আমার এই একই গান বার বার শোনা'টা কি রোগ?
যদি রোগ হয় তাহলে একটি ওষুধ দিবেন, যাতে আমার ঐ গানটি আর না শুনতে হয়।
__________________________________

লেখক ডা.সাঈদ এনাম

সাইকিয়াট্রিস্ট
কে-৫২

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়