Ameen Qudir

Published:
2019-10-12 23:03:39 BdST

বিশ্ব জুড়ে ৩৫০ মিলিয়ন লোক যে রোগের শিকার
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
_______________________________

১২ অক্টোবর বিশ্ব আরথ্রাইটিস দিবস।
এই রোগের শিকার বিশ্ব জুড়ে ৩৫০ মিলিয়ন লোক , আমেরিকায় প্রায় ৪০ মিলিয়ন । আমাদের দেশের পরিসংখ্যান আমার জানা নাই তবে ক্লিনিক্যাল অভিজ্ঞতা এরকম রোগীর সংখ্যা কম নয় ।
আরথ্রাইটিস এই ছত্র উপনামের নিচে চাহে ১০০ ধরনের রিউমাটয়েড আর্থরাইটিস ।
ক্রনিক রোগ যেমন এঙ্কাইলজিং স্পনডি লাইটিস ,গেঁটে বাত , লুপাস , অষ্টিও আর্থরাই টি স , রিউ মা টো য়ে ড আর্থরাই টি স ।
আর্থরাইটি স রিউমাটিজম ইন্টার ন্যাশনাল (এ আর আই) ১৯৯৬ সালে ১২ অক্টোবর কে এই দিবস প্রতিষ্ঠা করলো এই পঙ্গু করতে সক্ষম রোগ সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করার জন্য ।
কয়েক বছর আগে ইউরোপিয় ইউলার নামে এক সংস্থা " দেরি করবেন না আজই সংযুক্ত হন " এই স্লোগান নিয়ে এগুলো আগাম সনাক্ত আর চিকিৎসা কে উপজীব্য করে যাতে এই রোগের কারণে স্থায়ী ক্ষতি এড়ানো যায় ।
এবার তাদের থিম হল :time to work : A message to all companies to be more sensitive to the needs of employees living with arthritis "
আরথ্রাইটিস মানে হাড়ের গিঁটে প্রদাহ । এর ফলে গিঁটে হয় ব্যথা আর নিশ্চলতা । দুটো সচরাচর হল অষ্টিও আর্থরাইটিস (বিশ্ব জুড়ে বয়সের কারনে গিটে ব্যথা ) আর রিউমাটোয়েড আর্থরাইটিস ( এই অটো ইমুন রোগ যে কোনও বয়সে আক্রমণ করে )০.১ -৩ শতাংশ লোকের বিশ্ব জুড়ে রিউ মা টো য়ে ড আর্থরাই টি স , মহিলা ৬০ ঊর্ধ্ব ১৮ শতাংশ
দৈ হিক পরীক্ষা / আর এফ টেস্ট ( রিউমা টো য়ে ড ফ্যাক্টর )/
ই এস আর / সি আর পি / ইমেজিং স্কান /

আগাম রোগ নির্ণয় আর চিকিৎসা করা উচিত স্থায়ী ক্ষতি আর পঙ্গুত্ব এড়াবার জন্য।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়