Ameen Qudir

Published:
2019-10-07 10:29:00 BdST

নিজের জীবনের শ্রেষ্ঠ শিক্ষকদের নাম জানিয়ে স্মৃতিচারণ করলেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ চিকিৎসক ও লেখক

_____________________________

আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষক নলিনী দি আর প্রজাপতি দা । ছোট বেলায় শান্তিনিকেতনে পাঠভবনে আমি যখন পড়েছি ১৯৫২/৫৩ সালে । প্রথম জন পড়াতেন বাংলা আর দ্বিতীয় জন বিজ্ঞান । পড়ান অপূর্ব , এরা সব দিক দিয়ে ছিলেন বন্ধু , দার্শনিক আর গাইড আর ধন্য হয়েছি শান্তিদেব ঘোষের সান্নিধ্যে এসে।সেই ছোট বেলায় গান গেয়েছি সর্ব ভারতীয় সম্মেলনে শীতের হাও য়ায় লাগলো নাচন ......।হোলি খেলেছি বসন্ত উৎসবে ভারতের তখন কার রাষ্ট্র পতি রাজেন্দ্র প্রসাদের সাথে , তখন উপাচার্য রবীন্দ্রনাথ পুত্র রথিন্দ্র নাথ ঠাকুর।

দেশে বড় হয়ে জগন্নাথ কলেজে আই এস সি পড়ার সময় ১৯৬১-৬৩ পেয়েছি হরি প্রসন্ন রায়ের মত রসায়নের শিক্ষক আর শৈ লেন ভদ্রের মত ইংরেজি শিক্ষক , অজিত গুহের মত বাংলা শিক্ষক বাংলার প্রভাষক আলাউদ্দিন আল আজাদ আর শওকত আলী । সে সময় আই এস সি পরীক্ষায় জগন্নাথ কলেজে একমাত্র আমি প্রথম বিভাগ পেয়েছিলাম আর সে দিন অঝোর বৃষ্টির দিনে বোর্ড অফিস থেকে টেবুলেসন শেষে হরি প্রসন্ন রায় রায় স্যার আমাকে বুকে জড়িয়ে ধরে যে অঝোর কান্না কাঁদলেন , সেই জল বৃষ্টির জল আর আমার চোখের জল একাকার হয়ে গিয়েছিল । আমার জীবনের এ এক অনন্য স্মৃতি । হাঁটু জল ভেঙ্গে আমি লুঙ্গি পরে , লুঙ্গি পেঁচানো আমাকে দেখেই সেই হাউ হাউ কান্না স্যারের , আমি কি ভুলতে পারি ? এমন মহান শিক্ষকের ছবি আমার মনে গাঁথা হয়েছিল আর খুব ছোট বেলায় আমার মহীয়সী বিদুষী মায়ের মধ্যে আমি দেখেছিলাম সুশিক্ষকের ছবি যে ছবি দেখে তাদের অনুসরণ করতে চেয়েও তাদের মত এত ভাল হতে পারিনি ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়