Ameen Qudir

Published:
2019-09-24 21:00:27 BdST

অভিযানটা যেন শুধু ক্যাসিনোবারেই সীমাবদ্ধ না থাকে


ডা. আতিকুজ্জামান ফিলিপ

________________________

অভিযানটা যেন শুধু ক্যাসিনোবারেই সীমাবদ্ধ না থাকে।
দলের নিবেদিতপ্রাণ কর্মীদেরকে দূরে ঠেলে যেসব নেতারা নিয়মিত বখরা খাওয়ার বিনিময়ে এইসব ক্যাসিনো সম্রাট আর দুধের মাছিদেরকে কাছে টেনে নিয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হোক।যেসব পুলিশ এইসব ক্যাসিনো সম্রাটদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে সবকিছু দেখেও না দেখার ভান করেছে তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হোক।অভিযান শুরু হোক সেইসব সাংবাদিকদের বিরুদ্ধেও যারা এইসব ক্যাসিনো সম্রাটদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার বিনিময়ে তাদের বিরুদ্ধে কলম ধরতে শৈথিল্য দেখিয়েছে!বিভিন্ন সরকারি সেবাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যেসব কর্মকর্তারা দূর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে জনগনকে সেবা দেওয়ার পরিবর্তে উল্টো জনগণের শোষকে রুপান্তরিত হয়ে পড়েছে তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হোক।হাসপাতাল, বিআরটিএ, পুলিশ ফাঁড়ি ও থানা, আদালত পাড়া, পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও ট্যাক্স অফিসসহ সকল সরকারি সেবা অফিসের যেসব অসৎ ও দূর্নীতিবাজ দালাল কর্মচারী পিয়নেরা জনগনের পকেট চুষে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হোক।সর্বাঙ্গে ব্যাথা, সর্বাঙ্গেই ঘষতে হবে ঝামা!
সরকারি আমলা, পুলিশ, র‍্যাব, সেনাঅফিসার, উকিল, বিচারক, প্রকৌশলী, ব্যাবসায়ী, শিক্ষক, চিকিৎসক, খেলোয়ার কেউই আজ বাদ নেই!
সবপেশার লোকই যেন দূর্নীতিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে!দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধটা যখন শুরু হয়েছে তখন সকল সেক্টরেই যুদ্ধটা ছড়িয়ে দেওয়া হোক।শতভাগ সফলতা হয়তো আসবে না, সেটা আশা করাও দূরাশা!
আশিভাগ সফলতা আসলেও আমরা খুশি।
আশিভাগ সফলতা আসলেও দেশের চেহারা আশিদিনেই পাল্টে যাবে!
_________________________

 

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়