Ameen Qudir

Published:
2019-09-23 04:22:43 BdST

সন্তানকে সরকারি প্রাইমারি স্কুলে পড়তে পাঠালেন বাংলাদেশের উপজেলা প্রশাসক



ডেস্ক
___________________

 

দক্ষিণ ভারতের এক জেলা শাসক তার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়: অঙ্গনওয়াড়িয়াতে পড়তে পাঠিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছিলেন। এবার বাংলাদেশের একজন উপজেলা প্রশাসক তার সন্তানকে সরকারি প্রাইমারী স্কুলে ভর্তি করে নজির স্থাপন করলেন। তিনি হলেন , ছাগলনাইয়া উপজেলার ইউএনও সাজিয়া তাহের। তার সন্তান শাহদাবকে ছাগল নাইয়া মডেল সরকারি প্রাইমারী বিদ্যালয়ে পড়তে পাঠালেন । প্রাক প্রাথমিক শ্রেণীতে।
একাজ করে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ছাগল নাইয়াতে ব্যাঙের ছাতার মত কিছু কথিত বেসরকারি ইংরাজি আরবি জগাখিচুরি মডেল স্কুল আছে। সেসব ইউএনও আমলে নেননি।
বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষিত শ্রেণীর প্রতিনিধিরা জানান, সরকারি প্রাইমারী উন্নত চরিত্র গঠন করে।
চলতি রেওয়াজ হল আমলারা সন্তানকে বড় শহরে রেখে পড়ান। কিংবা বড় হলে নামকরা বোর্ডিং স্কুলে দেন।
ইউএনও সে পথে হাঁটেন নি। আশা করি আগামীতেও তা র অবস্থান রক্ষা করবেন। আমলারা সরকারি স্কুলমুখো হলে স্কুলের নানা সুখ সুবিধাও তারা নিশ্চিত করবেন।
সংবাদ সূত্র : ছাগল নাইয়ার সংবাদপত্র সমুহ

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়