Ameen Qudir

Published:
2019-09-06 02:09:42 BdST

"হাতটি ধরে তিনি বললেন, এজন্য এই বৃদ্ধকে ক্ষমা করো"


 

অধ্যাপক ডা. মুজিবুল হক
স্কিন অ্যান্ড সেক্সুয়াল মেডিসিন স্পেশালিস্ট
এফসিপিএস, এফআরসিপি (যুক্তরাজ্য), ডিডিভি (অস্ট্রিয়া)


_____________________


আজ এক স্মৃতি মনে পড়ল। হঠাৎ একদিন জনাব মোফাজ্জল করিম, কবি, প্রাক্তন সচিব, বিলেতের রাষ্ট্রদূত, আমাকে নিয়ে জনাব সাইফুর রহমানের কাছে যান।
তার এলার্জি মারাত্মক আকার ধারন করেছে।
আমি ভালো ভাবে দেখে, তারপ্রেসক্রিপশন দেখে চট করে বুঝতে পারি এটা তার ACE inhibitor ঔষধের জন্য হচ্ছে। severe allergic reactions আর Angioedema তীব্র cough হচ্ছে।তিনি কিছুতেই ঘুমাতে পারছেন না।
আমি তার ঔষধ বদলাতে চাইলাম । । তিনি ঔষধ বদলের ব্যাপারে তার স্বভাব জাত তীব্র বিরোধীতা করলেন।
তখন তার রাজনৈতিক বিরোধী কাল। এত বড় বাড়িতে
কেউ নাই। কয়েকজন গারো অবয়বের মেয়ে তাকে দেখভাল করেন। একজন পুত্র বধূ আছেন।

আমার অনুরোধে তার এক ডাক্তার আত্মীয় এলে সুরাহা হয়।
ঔষধ বদল(আমি calcium ch blocker) দিই। ৩ দিনের মধ্যে তার মারাত্মক সব সমস্যা মিলিয়ে যায়। অপার্থিব শান্তি পান।
আমি মহান স্বাধীনতার পরপর
বৃহত্ত্বর সিলেট এর BMA এর জেনারেল সেক্রেটারি নিবার্চিত হই। ময়মনসিংহ মেডিক্যাল এর ছাত্রলীগের প্রথম সভাপতি ছিলাম। ডাক্তার হবার পর রাজনীতির activities ছাড়ি। এরই মধ্যে শুধু সাইফুর রহমানের সুনামই অনেক শুনতে থাকি।
আমার স্ত্রী একটু কমিউনিস্ট ঘরানার।
তারাও প্রশংসা করে।

৭ দিন পরে তার গুলশানের বাড়ি গেলে আপ্যায়ন করেন, আদর করেন। আমার স্ত্রীকে টেলিফোন করে যন্ত্রণা মুক্তির কৃতজ্ঞতা জানান।
তার আচরণে এক শিশু সুলভ মানুষের অবয়ব দেখি।

এক বর্ষণমুখর দিনে (তার ক্ষণকালীন সময়ে) তার বাড়িতে এক তদবির (জীবনের একবার কোনো তদবির ) এ গেলে কমলগঞ্জের(আমার বাড়ি ) লোক শুনে দেখা করতে রাজী হন নাই । সেখানে ইলেকশনে বোধ করি পরাজিত হন।
তাকে ফান করে সরল ভাবে এটা স্মরণ করালে, হাতটি ধরে বলেন " এজন্য এই বৃদ্ধকে ক্ষমা করো। " এই মহৎ, সরল মানুষটির জন্যে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি।
রাজনীতি যাই হোক,তার মত এফিসিয়েন্ট মানুষ পাওয়া যে কোনো দেশের জন্যে অনেক ভাগ্যের।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়