Ameen Qudir

Published:
2019-07-25 18:14:19 BdST

ধর্ষণ :অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই


.ডা আতিকুজ্জামান ফিলিপ

_____________________________

অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

চলছে ধর্ষণ মসজিদে মাদ্রাসায়, চলছে ধর্ষণ মন্দিরে প্যাগোডায়!
করছে ধর্ষণ টুপিওয়ালা হুজুর, করছে ধর্ষণ গেরুয়াওয়ালা পুরোহিত!
বাদ যাচ্ছে না জন্মদাতা বাবা!
সহযোগিতায় পিছিয়ে নেই জন্মদাত্রী মা!

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

চলছে খুন দিনে দুপুরে রাস্তার উপরে,
দেখছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পকেটে দু'হাত পুরে!
গিন্নীকে থুয়ে পড়ে আছি মিন্নিকে নিয়ে,
মিন্নিকে বাঁচাতে কিংবা ফাঁসাতে সরব আমরা ফেসবুকে!

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

দুধে ভেজাল আছে, প্রতিকারের কেউ নেই!
গবেষণায় প্রণোদনা নেই, প্রণোদনার নামে হরিলুট আছে!
আছে! আছে! আরো আছে!
যিনি প্রকৃত গবেষণা করে ভেজাল নিরুপন করছেন তাকেই নিকেষ করে দেওয়ার হুমকি আছে!

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

স্বল্পমাত্রায় ঘুষ খাওয়া যাবে বলছেন সরকারের মন্ত্রী।
সরল মনে দুর্নীতি করা যাবে বলছেন দুদক সভাপতি।

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

যারা নাসায় মেধা প্রতিযোগিতা লড়বেন তাদেরই হবে না যাওয়া!
সরকারি টাকায় নাসা ভ্রমনে যাচ্ছেন আমলা কামলা আর যতসব ফরিয়া!

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

ধর্মের নামেও লুটপাটে থেমে নেই সেই তাহারা!
হাজিদের চিকিৎসা সহায়তা করতে সরকারি টাকায় হজ্জ্বে যাচ্ছে অচিকিৎসক যত লুটেরা!
দুঃস্থ ফেলে সরকারি টাকায় হজ্জ্বে যাচ্ছে সামর্থবান হেফাজতি নেতারা!

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

পিয়ন চাপরাশি থেকে শুরু করে বড় বড় কর্তারা
লুটে নিচ্ছে অসহায় জনগণের হাজার হাজার কোটি টাকা!
যেন ততদিন থামবে না তারা যতদিন রাজকোষ হচ্ছে না ফাকা!

গরম গরম দু'দিন তারা খবরে আছে,
আছে পত্রিকায়!
তৃতীয়দিন থেকে উধাও তারা,
পাড়ি জমাচ্ছে ইউরোপ কিংবা এমেরিকায়!
বখশিশের পুড়িয়া মুখে গুজে কুলুপ এটে বসে আছে মিডিয়াও!

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

ডেঙ্গিতে মরছে শিশু, মরছে জনতা এমনকি মরছে চিকিৎসকও।
হুশ নেই খোকনের, বোধ নেই আতিকের, খবর নেই নাছিরেরও।

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

ডেঙ্গির ভয়ে স্বয়ং অর্থমন্ত্রীও নাকাল,
তিনি অফিসও করছেন না আজকাল!
তাতে কি এসে যায়!
খোকন আর আতিকে গলা বাজাচ্ছে অবিরাম-
'ডেঙ্গি কি কোন ম্যাটার ?
কেন আপনারা আতঙ্ক ছড়াচ্ছেন নিয়ে এমন মামুলি ব্যাপার!'

.
অবক্ষয়ের কাজ চলছে! মেরামতির সুযোগ নেই!

অবক্ষয়ে অবক্ষয়ে তলিয়ে যাচ্ছি আমরা!
তবুও তো আমাদের মাথায় ছাদ আছে, প্লেটে ভাত আছে!

আর আমার বানভাসি মা'য়েরা ভাইয়েরা বোনেরা!

ওদের মাথায় না আছে ছাদ,
প্লেটে না আছে ভাত!
প্লেট পাতার শুকনো জায়গাটুকুও যে নেই আর!

ওরা তলিয়ে যাচ্ছে বানের পানিতে,
আমরা তলিয়ে যাচ্ছি অবক্ষয়ের তলানীতে!

তবুও আমাদের কারো কোন বিকার নেই!
না আছে আমার, না আছে আপনার, না আছে তার, না আছে রাষ্ট্রের!
আমাদের কারো কোন বিকার নেই!
আমাদের কারো কোন বিকার নেই!
________

আতিকুজ্জামান ফিলিপ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়