Ameen Qudir

Published:
2019-05-26 06:15:15 BdST

"আমাদের মগজ আর কোন দেশ নিচ্ছে না:যে ডাক্তাররা বাইরে যাচ্ছে তারা খুব সমস্যায় পড়ছে"


 

 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী ,

উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক 
____________________________

চিকিৎসা বিজ্ঞান অধ্যয়নে আন্তর্জাতিকতা এবং এই কাজে পৃথিবীর নানা দেশে চিকিৎসকদের অবাধ গমন আর নতুন প্রযুক্তি শেখা আর গবেষণায় অংশ গ্রহণ, অধিবেশনে প্রবন্ধ পাঠ সুগম করা জরুরি। আমরা
মগজ পাচারের মত উদ্ভট তত্ত্বে বিশ্বাসী হয়ে এক কালে ডাক্তারদের বিদেশ গমন, অধ্যয়ন, গবেষণা কাজে বাধা দিয়েছি এর ফল এখন ভোগ করছি নিম্নমান শিক্ষা আর গবেষণা দেখে। এখন আমাদের মগজ আর কোন দেশে নিচ্ছে না ।যে ডাক্তাররা বাইরে যাচ্ছে তারা যার পর নাই সমস্যায় পড়ছে ।
আমরা ডাক্তারদের কেবল সেবার কাজে দেখব কেনও কেউ কেউ হবেন অধ্যাপক আর গবেষক তা না হলে দেশে উন্নতি হবে কি করে ? চিকিৎসা সেবা আর আর একটি শিক্ষা ও গবেষণা দুটো আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত।
দেরি করা যাবেনা কারণ সামনে এমন দিন আসতে পারে যখন চাইলেও আর যেতে পারবে না বাইরে। নিম্নমান কোন কিছু কেউ পছন্দ করে না আর যারা মনে করেন আমার টাকা আছে ভয় কি তারা জানেন না অর্থ বড় চঞ্চলা কার হাতে কখন থাকবে কেউ জানেনা আর শেকড়কে অবহেলা করা ঠিক না ।
 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়