Ameen Qudir

Published:
2019-05-07 16:27:21 BdST

স্যালুট হে বীরকন্যা : মৃত্যুঞ্জয়ী নারী অতিরিক্ত ডিআইজির প্রতি সম্মাননা জানালেন চিকিৎসক লেখক
মেজর ডা. খোশরোজ সামাদ

----------------------
১।রৌশন আরা বেগম।অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ। নিজ যোগ্যতায় রক্ষণশীলতা আর পশ্চাৎপদতাকে পিছনে ফেলে লাল সবুজে আঁকা বাংলাদেশের পতাকা জাতিসংঘে তুলে ধরেছিলেন পেশাদারিত্ব, শ্রম সাধনা আর মেধাদীপ্তিতে।

২।নরখাদকের দেশ কংগো। গোত্রে - গোত্রে , জাতিতে - জাতিতে, এলাকা - এলাকায়, নেতায় নেতায় লড়াইয়ে প্রায় বিধবস্ত ভয়াল এক জনপদ। জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে এই কংগোর মাটিতে আমার কাজ করবার সৌভাগ্য হয় ২০১০-২০১১ তে। কংগোর হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়ার সময় দেখেছি সেখানকার সড়ক কত বন্ধুর, দূর্গম।

৩।গত ৫ই মে এই মেধাবী পুলিশ অফিসার কংগোতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শাহাদাত বরণ করেন।৫ই মে ছিল অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদ্দারের জন্মবার্ষিকী। সেই প্রীতিলতা, যিনি দেশমাতাকে মুক্ত করবার জন্য চট্রগ্রাম ব্রিটিশ ক্লাবে সশস্ত্র আক্রমন করেন।ধরা পড়লে তথ্য পাচার হবার ভয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে বীরের মত আত্মহননের পথ বেছে নেন।প্রীতিলতা - রৌশনের ধমনীতে বীর বাঙালির একই রক্ত প্রবহমান।

৪।রেসপেক্টেড জেনারেল, আই বো ডাউন মাই হেড উইথ প্রোফাউন্ড রিগার্ডস, আই স্যলুট ইউ ম্যাম উইথ বেস্ট অব অনার।

___________________________

 

লেখক মেজর ডা. খোশরোজ সামাদ;
উপ অধিনায়ক ,
আর্মড ফোর্সেস ফুড এন্ড ড্রাগস ল্যাবরটরী ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়