Ameen Qudir

Published:
2019-04-13 00:24:41 BdST

প্রাক্তন মমেক, ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসেই বললেন, বাংলাদেশ আমার পরম আপনভূমি


 

 

ডাক্তার প্রতিদিন ডেস্ক
________________________

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র; বিএসএমএমইউ ও বিসিপিএসের মেধাবী শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং
চারদিনের সফরে ঢাকায় এসেছেন । ঢাকায় বিমানবন্দরে পৌছেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, বাংলাদেশ আমার পরম আপনভূমি । সফরসঙ্গীদের সূত্রে মিডিয়ায় প্রকাশ খবরে তা জানা গেছে। ময়ময়নসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র শেরিংকে বহনকারি বিমানটি ১২ এপ্রিল শুক্রবার সকাল ৮টা ৮ মিনিটে হ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে শেরিংকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনেও অংশ নেবেন তিনি। মিডিয়া কর্মীরা জানান,
বিদেশি কোনও প্রধানমন্ত্রীর এটিই প্রথম পহেলা বৈশাখে অংশগ্রহণ। তাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে সরকার। বৈশাখের উপহার হিসেবে তাকে সিল্কের পাঞ্জাবি এবং তার স্ত্রীর জন্য বেনারসি শাড়ি উপহার দেওয়া হবে।
ভুটানের প্রধানমন্ত্রীর বৈশাখ উদযাপন করবেন বাংলাদেশেই ।
তিনি তার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে যাবেন। এছাড়া বাংলাদেশ থেকে চিকিৎসক সহায়তা নেয়ার চুক্তি করতে পারেন বলে মিডিয়া জানায়। এতে করে উপমহাদেশের সুন্দরতম ছোট রাষ্ট্র ভুটানে চিকিৎসকদের কর্মসুযোগ হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়