Ameen Qudir

Published:
2019-04-08 00:33:13 BdST

বুড়িগঙ্গা এপার ওপার ক্যাবল কার সার্ভিস চালু করছে সরকার



ডেস্ক
________________________

ভারতবর্ষের বিভিন্ন শহরে যেমন নদীর দু পার ও পাহাড়ের দু অংশের মধ্যে কেবল কার রয়েছে , তেমনটাই হচ্ছে রাজধানী ঢাকার বুড়িগঙ্গায়।
প্রথমবারের মতো যাত্রী ও পণ্য পরিবহনে বুড়িগঙ্গা নদীতে ক্যাবল কার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সহযোগিতা করছে অভিজ্ঞ কলকাতার কোম্পানি। সদরঘাটে বুড়িগঙ্গা নদীর উপর এ ক্যাবল কার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

ক্যাবল কার হলে বুড়িগঙ্গা নদীর দুই পাশে বসবাসকারী বাসিন্দাদের যোগাযোগ দুর্ভোগ কমবে, পাশাপাশি নদীপথে পারাপারে দুর্ঘটনাও কমবে। এছাড়াও পর্যটনে গুরুত্ব বাড়বে বুড়িগঙ্গার। নৌ পরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতাভিত্তিক কোম্পানি কনভেয়ার ও রোপওয়ে সার্ভিসেস লিমিটেড এরই মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে।

১৯ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সদরঘাট গিয়ে সম্ভাব্যতা পরিদর্শন করেছে ভারতের একটি প্রতিনিধি দল। ২০ মার্চ ভারতীয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখর চক্রবর্তীর নেতৃত্বে ওই প্রতিনিধি দল ‘এরিয়াল রোপওয়ে সিস্টেম’ নামে একটি ডিজিটাল উপস্থাপনা দেয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়