Ameen Qudir

Published:
2019-04-07 19:24:16 BdST

আমাদের সমাজে ইতরের পরিমান আশংকা জনক ভাবে বেড়ে গেছে: ডা. রুমী আহমেদ


ডা. রুমী আহমেদ,
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক।
__________________________

আমাদের সমাজে ইতরের পরিমান আশংকাজনক ভাবে বেড়ে গেছে | সবদিক থেকে সমাজের ইতরীকরণ চলছে |

ঢাকার পাবলিক প্লেসে আর বাসে মেয়েরা ইতরদের অত্যাচারে টিকতে পারে না | তাই ঢাকা শহরে হাইস্কুল কলেজের বাচ্চা মেয়েগুলো তাদের টি শার্টে এওয়ার্নেস মেসেজ এর ক্যাম্পেইন শুরু করতে বাধ্য হয়েছে | মেয়েগুলো জিন্স আর ওভারসাইজড লুজ ফিটিং টি শার্ট পরেছে, আর এতেই পিত্তি জ্বলে যাচ্ছে আমাদের ইতর পুরুষ গুলার |

এই ক্যাম্পেইন এর সমর্থনে স্যোশাল মিডিয়াতে দুই নারী (ব্যক্তি জীবনে হিজাব করা যথেষ্ট কনজারভেটিভ নারী) বক্তব্য রেখেছে | তাদের মন্তব্যের কমেন্ট সেকশনে আমাদের সমাজের পুরুষ দের আক্রমণ দেখে আমি অবাক হয়ে গেলাম| "এরা ওড়না না পরে মানুষকে প্রলুব্ধ করছে", "এরা এই মেসেজের নামে দেশে পশ্চিমা পোশাকের, বিকিনি, হাফ পেন্ট ইত্যাদির প্রচলন ঘটাতে চাইছে!"| কমেন্ট গুলো পড়লে মাথা ঠান্ডা রাখা যায় না| কেউ কেউ সরাসরি তীর্যক মন্তব্য না করে হাসি তামাশা করছে - ফেইসবুকে শেয়ার করছে এই নিয়ে সবচেয়ে মজার কমেন্ট কোন ইতর টা করেছে , ইত্যাদি! যারা কমেন্ট করছে ওদের অনেকে প্রোফাইল ঘাটলাম| তারা সবাই তথাকথিত শিক্ষিত, কেউ বুয়েট থেকে - এখন নিউ ইয়র্ক মেট্রোতে ইঞ্জিনিয়ার এর কাজ করে, কেউ দেশে মাল্টিন্যাশনালে কমার্শিয়াল অফিসার, কেউ টেক্সাসে গ্র্যাজুয়েট স্টুডেন্ট |
অনেক ইতর কমেন্ট করেছে ওড়না না পরে টি শার্টের উপর মেসেজ টাইপ করার কারণে ওদের চোখ মেয়েগুলোর বুকের দিকে চলে যাচ্ছে !

একটা মেয়ে জিন্স আর লুজ টি শার্ট পরেছে আর এতেই এই ইতর লোকগুলোর ঈমান বাস্প হয়ে উড়ে যাচ্ছে |
এই ইতরের বাচ্চা ইতর গুলো - বাচ্চা মেয়েরা ওড়না না পরলে তাদের চোখ ওখানে চলে যায়! এরা সভ্য সমাজে থাকার যোগ্য না |

কমেন্ট গুলো দেখুন এবং এদের ফেসবুক পেজে গিয়ে ইতর বলে আসুন | আমি তাই করেছি|
___________________________

ডা. রুমী আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত চিকিৎসক। সুলেখক। সিএমসি২৮।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়