Ameen Qudir

Published:
2019-04-05 20:58:43 BdST

ভয়াল ঝড়ের কবলে ঢাকা টু সিলেট রাতের ফ্লাইট : এক চিকিৎসকের প্রত্যক্ষ অভিজ্ঞতা


 

প্রতিকী ফাইল ছবি

ডা. নুরুল কাইয়ুম মোহাম্মদ মুসালিন
____________________________

ঝড়ের_কবলে উড়োজাহাজ।
ঢাকা টু সিলেট
রাতের বিমান যাত্রা!
০৪.০৪.১৯
সন্ধ্যা ৭টা ১৫ তে শুরু ।
নিয়ম মাফিক যাত্রা কালীন প্রার্থনা, নাস্তা বিতরণ। আশে পাশের যাত্রীদের সাংসারিক আলোচনা, সবই চলছে আপন গতিতে !
কিন্তু ঠিক বিশ মিনিট পরেই শুরু হলো এক ভীতিকর ভয়ানক পরিস্থিতি .....
হঠাৎ এক ঝড়ো ঝটকায় নভোএয়ারের বিমানটি ভয়ানক ভাবে হোঁচট খেতে খেতে নিচের দিকে নামতে থাকলো,
আবার আরেক ধাক্কায় উপরে উঠতেই থাকলো উদ্দেশ্যহীন ভাবে!!!
এর পর আবার ও আরেক ধাক্কা ! কাত হয়ে ডিগিবাজি খাওয়ার মতো ঘূরে গিয়ে একেবারে নীচে নেমে যাওয়ার মতো অবস্থা !!!
শেষ বারের মত আরেক ঝাপটায় অনেক উপরে উঠতে থাকলো !
আর এদিকে ভেতরের অবস্থা!
সবাই মৃত্যুকে প্রত্যক্ষ করেছে সামনাসামনি! জোরে জোরে চিৎকার করে কালেমা আর দোয়া ইউনুস পাঠ করছেন অনেকে ! ছোট্ট শিশুটিকে আঁকড়ে ধরেছেন মা বাবা, ভয়ে কান্না করছেন অনেকে !
আমি নরম স্বভাবের মানুষ হলেও কেন জানি বিপদে স্ট্রংগ এবং এক্সপ্রেশন লেস হয়ে যাই ! চিৎকার করে কাঁদছি না! কিন্তু বউয়ের হাত ধরে মনে মনে কালেমা পড়ে মৃত্যুর জন্য রেডি ! শূধুই চিন্তা করছি নানা বাড়িতে রেখে যাওয়া একমাত্র মেয়ের জন্য ,কোন কিছুই তো গোছানো না, একেবারে সমূদ্রে পতিত হবে !! কারণ মৃত্যুর জন্য ত আমরা কেউ ই প্রস্তুত না!

এদিকে !
নিশ্চয়ই পাইলট ও কো পাইলট প্রানপণে সর্বশক্তি নিয়োগ করে এবং তাদের ক্যারিয়ারের সমস্ত অভিজ্ঞতা উজাড় করে বিমানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন!
মহান আল্লাহর অশেষ দয়া ও অনুগ্রহে দুই তিন মিনিটের কেয়ামত সদৃশ বিপদসংকুল অবস্থার অবসানে বিমানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় !
____________________

ভিডিও লিঙ্ক


https://www.facebook.com/musallin/videos/10157117319209771/?t=1

___________________

ফ্লাইট নং VQ-978
হয়তো কালো রঙের কাপড়ে বিভিন্ন স্থানে ঝুলে থাকতো অনেক দিন! আলোচনা সমালোচনা, তদন্ত কমিটি, সুপারিশ শেষে সবাই এক সময় ক্লান্ত হয়ে ভুলে যাওয়া শুরু করতো ! কিন্তু প্রিয়জনরাই শুধু স্বজন হারানোর বেদনা সারা জীবন বয়ে বেড়াতো !
অথবা "নাঈমের ফাটা পাইপের উপর বসা" বিতর্কের আড়ালে যেমন চাপা পড়ে গিয়েছিল ৩০/৪০ জীবন্ত দগ্ধ মানুষের কথা !
তেমনি হয়তো " আহত মুরগির বাচ্চাকে নিজের জমানো ১০ টাকা দিয়ে হাসপাতালে ভর্তি করা শিশুর" ভাইরালে বিদ্ধস্ত নভোএয়ার ও হারিয়ে যেত !
______________________________

 

ডা. নুরুল কাইয়ুম মোহাম্মদ মুসালিন
Associate Professor, Department of Surgery. at Jalalabad Ragib Rabeya Medical College

Studied FCPS , GENERAL SURGERY at BANGLADESH COLLEGE OF PHYSICIANS AND SURGEONS (BCPS)
Past: Bangabandhu Sheikh Mujib Medical University and Comilla Medical College

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়