Ameen Qudir

Published:
2019-03-11 03:18:01 BdST

হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনার দায় নিয়ে তিউনিস স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ



ডেস্ক: আরবীয় দেশ তিউনিসিয়াও রাখল অনন্য নজির। একটি হাসপাতালে ১১ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিউনিস স্বাস্থ্যমন্ত্রী আবদুর রউফ শরিফ পদত্যাগ করেছেন। মাত্র ৪ মাস আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়োগ পেয়েছিলেন। খবর বিবিসি।

তিউনিস স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭ থেকে ৮ মার্চের মধ্যে ‘সেপটিক শকের’ কারণে রাজধানী তিউনিসে অবস্থিত হাসপাতালে ওই ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ বলেছেন, এ ঘটনায় দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন হয়েছিল কিনা এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে তিউনিসিয়ার চিকিৎসাব্যবস্থার সুনাম রয়েছে। দেশটির আয়ের একটি বড় অংশ আসে চিকিৎসা-পর্যটন থেকে।

বিবিসি জানায়,স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মুসলিম অধ্যুষিত এ দেশটি।

তিউনিসিয়ার চিকিৎসকদের সংগঠন থেকে বলা হচ্ছে, মারা যাওয়া নবজাতকদের সংক্রমণের ঘটনাটি শিরায় ব্যবহৃত কোনো কিছুর কারণে ঘটতে পারে। চিকিৎসকরা তাঁদের কর্মপরিবেশেরও সমালোচনা করেছেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়