Ameen Qudir
Published:2019-03-01 01:18:25 BdST
পাকিস্তানের চেয়ে স্বাস্থ্যসেবা , জীবন মান, গড় আয়ুতে বাংলাদেশ অনেক এগিয়ে
ডেস্ক
______________________
অকার্যকর ব্যর্থ সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের চেয়ে স্বাস্থ্যসেবা , জীবন মান গড় আয়ুতে বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সম্প্রতি সেই সত্য তুলে ধরলেন এক সূধী সমাবেশে।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক পরিবর্তন হয়েছে । এগুচ্ছে বাংলাদেশ। সন্ত্রাস মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে অগ্রগতি আসবেই।
তিনি বলেন, ১০ বছর আগে মাথাপিছু আয় ছিল সাড়ে ৫শ’ ডলার। এখন সেটা বেড়ে সাড়ে ১৭ থেকে ১৮শ’ ডলার হয়েছে। বিশ্বের মধ্যে খুব কম দেশে এমন পরিবর্তন হয়েছে। সত্যিকার অর্থে আমরা উন্নয়নের মহাসড়কে আছি।
২৬ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, পাকিস্তানের দারিদ্রসীমা শতকরা ৩০ ভাগ। আমাদের দারিদ্রসীমা প্রায় ৯ এর নিচে নেমে এসেছে। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। করাচির মতো শহরে ১২ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এখন পাকিস্তানের জনগণই বলে, পাকিস্তান কো বাংলাদেশ বানা দো।
তিনি বলেন, পৃথিবীর কেউ কখনো ভাবে নাই, এত বড় একটা পদ্মাসেতু, দরিদ্র বাংলাদেশ নিজের টাকায় তৈরি করতে পারবে। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু ৭২ বছর। ভারতের ৬৮ আর পাকিস্তানের ৬৬ বছর গড় আয়ু। আমাদের ৯৮ ভাগ বাচ্চারা স্কুলে যায়। ভারত ও পাকিস্তানের ৯০ ভাগের মত বাচ্চা স্কুলে যায়। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে, দেশের উন্নয়ন হবে হৃদপিণ্ড। আর আত্মা হবে গণতন্ত্র। দু’টি মিলিয়ে হবে বাংলাদেশ।
আপনার মতামত দিন: